ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবকাশ শেষে সুপ্রীমকোর্টের বিচার কার্যক্রম আজ থেকে ফের শুরু

প্রকাশিত: ০৫:১১, ১ অক্টোবর ২০১৮

অবকাশ শেষে সুপ্রীমকোর্টের বিচার কার্যক্রম আজ থেকে ফের শুরু

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৪৬ দিনের অবকাশ শেষে আজ সোমবার থেকে শুরু হচ্ছে সুপ্রীমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম। সুপ্রীমকোর্টের ছুটি শেষে প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সকল আইনজীবীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত মূল ভবনের ভেতরের লনে এ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং সুপ্রীমকোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। নিয়ম অনুযায়ী সুপ্রীমকোর্টে প্রতি অবকাশের পর প্রধান বিচারপতি আপীল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, এ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ সকল আইনজীবীর মধ্যে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। গত ১৫ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ-উল-আজহা, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশের কারণে প্রায় দেড় মাস সুপ্রীমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরী বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রীমকোর্টের আপীল ও হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালনা করেছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ারে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চে গঠন করে দেন।
×