ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপির ৭ দফা প্রসঙ্গে

সংবিধান পরিবর্তন ও সংযোজনের কোন সুযোগ নেই ॥ কাদের

প্রকাশিত: ০৫:১১, ১ অক্টোবর ২০১৮

  সংবিধান পরিবর্তন ও সংযোজনের কোন সুযোগ নেই ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ সমাবেশ থেকে বিএনপির দেয়া সাত দফা দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশের পবিত্র সংবিধানের কোন পরিবর্তন ও সংযোজনের সুযোগ নেই। সমাবেশে বিএনপির নেতা কর্মীদের উপস্থিতি দলটির জনসমর্থন হারানোর বড় প্রমাণ মন্তব্য করে তিনি বলেন, এলোমেলো দল বিএনপি অনেক হাঁকডাক দিয়ে মহাসমাবেশ করেছে। কিন্তু শেষ পর্যন্ত আষাঢ়ের তর্জন-গর্জনই সার। সমাবেশে উপস্থিতি দেখেই মনে হয়েছে জনগণ বিএনপির সঙ্গে নেই। এই দলটি ক্রমেই সঙ্কুচিত হচ্ছে। এই দলটি ক্রমেই জনসমর্থন হারিয়ে ফেলেছে তাদের নেতিবাচক রাজনীতির কারণে। রবিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমÐলীর সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কক্সবাজার যাওয়ার পথে রাস্তায় রাস্তায় যে আটটি সমাবেশ আমরা করেছি, এর একটির ধারে কাছেও বিএনপির কেন্দ্রীয় মহাসমাবেশ নেই। তাদের এই সমাবেশে উপস্থিতি হতাশাজনক। এই পরিস্থিতি দেখে মনে হয়েছে জনগণ বিএনপির সঙ্গে নেই। সমাবেশে বিএনপি নেতাকর্মীদের মারামারির কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, এই যে জাতীয় ঐক্য, হাতাহাতি মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া জাতীয় ঐক্যের সূচনা। এখানেই স্পষ্ট কেমন তাদের ঐক্য। মঞ্চে বিএনপি নেত্রীর খালি চেয়ারের সমালোচনা করে তিনি বলেন, বেগম জিয়াকে সম্মান করে খালি চেয়ারে বসিয়ে স্টেজে সেলফি তুলছে। স্টেজে সেলফি হলো বিএনপি। মির্জা ফখরুল ইসলামের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশের পবিত্র সংবিধানের কোন পরিবর্তন, সংযোজনের সুযোগ নেই। বিএনপির আন্দোলনের ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, তাদের (বিএনপি) সক্ষমতার সীমারেখা তো আজকেই দেখলাম। নিজেরা নিজেরা মারামারি, যতবার মফস্বলে গেছে ততবারই মারামারি। সমাবেশ ডাকলেই নিজেরা নিজেরা মারামারি করে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেয়া হবে জানিয়ে কাদের বলেন, গনতান্ত্রিক শান্তিুপূর্ণ আন্দোলন হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আর যদি আন্দোলনের নামে ২০১৪ সালের মতো নাশকতা, বোমা হামলা এবং সেই ভয়াবহ দৃশ্যপটের অবতারণা করার চেষ্টা করা হয়, তবে উদ্ভ‚ত পরিস্থিতিতে প্রশাসন যা যা করা দরকার সব করবে। সমুচিত জবাব দেয়া হবে। আর আমরাও ঘরে বসে ডুগডুগি বাজাব না, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব, প্রতিহত করব । সোমবার থেকে দেশজুড়ে গণসংযোগ শুরু \ সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের দলের কর্মসূচী ঘোষণা করে বলেন, আগামীকাল (সোমবার) থেকে গণসংযোগ কর্মসূচী শুরু হবে। এই কর্মসূচী স্টিম পর্যায়ে, গ্রাসরুট পর্যায়ে, মফস্বল-গ্রাম-ওয়ার্ড পর্যায়ে এই কর্মসূচী পালন করার নির্দেশনা দিয়েছি। ঢাকার মধ্যে চারটি টিমের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচী পালন করব। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এই চার টিমের নেতৃত্ব দিবেন। তিনি জানান, আজ সোমবার বেলা ১১টায় উত্তরা থানায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনির নেতৃত্বে গণসংযোগ কর্মসূচী শুরু হবে। বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ নেতৃত্বে ওয়ারী থানায়, জাহাঙ্গীর কবির নানক নেতৃত্বে মোহাম্মদপুর থানা এবং আবদুর রহমানের নেতৃত্ব পল্টন থানায় গণসংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হবে। এই চারটি টিম প্রতিদিন থানাগুলোর তিন ওয়ার্ডে যাবেন।
×