ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিদের জালে মৌসুমীদের ১৭ গোল

প্রকাশিত: ০৫:০৭, ১ অক্টোবর ২০১৮

পাকিদের জালে মৌসুমীদের  ১৭ গোল

স্পোর্টস রিপোর্টার ॥ জয়টা অনুমেয়ই ছিল। শুধুু প্রশ্ন ছিল কত গোলে আসবে এই জয়? উত্তরটা শুনে আবার যেন ভিরমি খাবেন না। ১৭-০ (খেলার প্রথমার্ধেই ৮-০ গোলে এগিয়েছিল বিজয়ী দল)! হ্যাঁ, রবিবার এই ব্যবধানেই ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে গোল-উৎসবে বারবার মেতেছে মৌসুমী, কৃষ্ণারা। বাংলার বাঘিনীরা জিতেছে এতগুলো গোল দিয়েই। প্রতিপক্ষ পাকিস্তানকে রীতিমতো গোলবন্যায় ডুবিয়েছে তারা। এই জয়ে সাফ অনুর্ধ-১৮ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শুভসূচনা করল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শুধু তাই নয়, ‘বি’ গ্রæপের এই বড় জয়ে সেমিফাইনালেও পৌঁছে গেল তারা এক ম্যাচ হাতে রেখেই। কেননা পাকিস্তান এর আগে নিজেদের প্রথম ম্যাচেও নেপালের কাছে ১২-০ গোলে হারে। এই হারে পাকিদের বিদায়ের পাশাপাশি শেষ চারে খেলা নিশ্চিত হয় বাংলাদেশ-নেপালের। বাংলাদেশের পরের গ্রুপ ম্যাচ ২ অক্টোবর নেপালের বিরুদ্ধে। এই দু’দলের সেমিতে খেলা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি পরিণত হয়েছে গ্রæপসেরা নির্ধারণী ম্যাচে। রবিবারের জয়ে ‘বি’ গ্রæপে শীর্ষে উঠলো লাল-সবুজরা। তবে তাদের মতো সমান পয়েন্ট নেপালেরও। তবে গোল তফাতে এগিয়ে থাকায় নেপালের ওপরেই আছে বাংলাদেশ। রবিবারের ম্যাচে পাকিদের চরম নাস্তানাবুদ করে ছাড়ে বাংলাদেশ। একই ছন্দে পুরো খেলায় আক্রমণ করে প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়ে বাংলাদেশ। জয়ী দলের সিরাত জাহান স্বপ্না একাই করে ডাবল হ্যাটট্রিকসহ ৭ গোল। হ্যাটট্রিক করে মারজিয়া খাতুনও। তার গোল ৪টি। জোড়া গোল করে শিউলি আজিম। এছাড়া ১টি করে গোল করে তহুরা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী এবং আঁখি খাতুন। উল্লেখ্য, আগস্টে এই মাঠেই সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপের আসরে এই পাকিস্তানকেই ১৪-০ গোলে হারিয়েছিল বাংলার বাঘিনীরা। সেই দলের ১৩ ফুটবলার আছে এবারের অনুর্ধ-১৮ দলেও। যে কোন লেভেলের ফুটবলে বাংলাদেশের মেয়েদের এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির।
×