ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্কাই ট্রেনের সফল পরীক্ষা

প্রকাশিত: ০৪:৪৫, ১ অক্টোবর ২০১৮

স্কাই ট্রেনের সফল পরীক্ষা

এক নতুন অভিজ্ঞতা দিতে চলেছে চীন। পরিবহন প্রযুক্তি কাজে লাগিয়ে তারা নিয়ে আসছে ‘স্কাই ট্রেন’। পূর্ব চীনের শ্যানডং অঞ্চলের কিংডাওতে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় এই নয়া ট্রেনটিকে। সাধারণ ভূগর্ভস্থ ট্রেনগুলোর থেকে তিনগুণ বেশি ভাল পরিষেবা দিতে চলেছে এই ‘স্কাই ট্রেন’। এমনটাই মনে করছেন চীনা ইঞ্জিনিয়ারা। আকাশপথে ট্রাফিক জ্যামের সমস্যাও অনেক কম থাকবে। ফলে যাত্রীরা দ্রুত পৌঁছতে পারবেন গন্তব্যে। এছাড়া ট্রেনটির নানাবিধ সুবিধা মার্কেটে ট্রেনটির চাহিদাকেও বাড়াবে অনেকাংশে। যাত্রাপথের পাহাড় ঘেরা মনোরম পরিবেশ যাত্রীদের এক অন্যন্য অনুভূতি দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ। ৫১০ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন ট্রেনটিতে। -সিনহুয়া নিউজ অবলম্বনে।
×