ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে সাবমেরিন ক্যাবল

প্রকাশিত: ০৪:১০, ১ অক্টোবর ২০১৮

  রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে সাবমেরিন ক্যাবল

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় মুনাফার তুলনায় বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত অংশ রিজার্ভ থেকে দেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ সাবমেরিনের ২০১৭-১৮ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৫ শতাংশ হারে শেয়ার প্রতি ০.৫০ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার ১১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মুনাফার অতিরিক্ত ১৪ শতাংশ রিজার্ভ থেকে দেয়া হবে। কোম্পানিটির ২০১৭-১৮ শেয়ার প্রতি ০.৪৪ টাকা হিসেবে মোট ৭ কোটি ২৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে শেয়ার প্রতি ০.৫০ টাকা হিসেবে ৮ কোটি ২৫ লাখ টাকার নগদ লভ্যাংশ দেয়া হবে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৯৯ লাখ টাকা রিজার্ভ থেকে দেয়া হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×