ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লভ্যাংশ না দেয়ার জবাব দিতে পারেনি ইভিন্স চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:১০, ১ অক্টোবর ২০১৮

  লভ্যাংশ না দেয়ার জবাব দিতে পারেনি ইভিন্স চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ মুনাফা সত্তে¡ও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্তে ইভিন্স টেক্সটাইলের চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরীকে সম্প্রতি তলব করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই তলবে কোন সদুত্তর দিতে পারেননি আনোয়ার-উল আলম। ইভিন্স টেক্সটাইলের পরিচালনা পর্ষদ গত ২০ সেপ্টেম্বর শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়। কোম্পানিটির লভ্যাংশ প্রদানের সক্ষমতা থাকা সত্তে¡ও পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যা পুরো শেয়ারবাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। যে সিদ্ধান্ত শেয়ারবাজারে পুরো বস্ত্র খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এরই আলোকে আনোয়ার-উল আলম চৌধুরীকে বিএসইসি তলব করে। তবে আইনী সীমাবদ্ধতার কারণে তাকে কোন শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠকে লভ্যাংশ ঘোষণা না করাকে কেন্দ্র করে ইভিন্স টেক্সটাইলের পর্ষদে সমালোচনা করা হয়েছে। শেয়ারবাজারের চলমান পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, কমিশনার হেলাল উদ্দিন নিজামী ও খন্দকার কামালুজ্জামান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম, পরিচালক রকিবুর রহমান, শরীফ আতাউর রহমান, মিনহাজ মান্নান ইমন ও ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক হাজী সানাউল হক, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি মোস্তাক আহমেদ সাদেকসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণ করা ডিএসইর এক পরিচালক বলেন, ইভিন্স টেক্সটাইলের মুনাফা সত্তে¡ও কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ না দেয়ার মতো হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। এক্ষেত্রে বিএসইসিসহ সবাই ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছে। এর আগে লভ্যাংশ না ঘোষণা করায় ইভিন্স টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সমালোচনা করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। ২৩ সেপ্টেম্বর ডিএসইর বোর্ড সভায় এই সমালোচনা করা হয়। সভায় ইভিন্স টেক্সটাইলের পর্ষদের লভ্যাংশ না ঘোষণার সিদ্ধান্তে হতবাক ডিএসইর পর্ষদ। কোম্পানিটির এমন সিদ্ধান্ত নিয়ে ডিএসইর বোর্ড সভায় আলোচনা হয়। ডিএসইর এক পরিচালক বলেন, ইভিন্স টেক্সটাইলের পরিচালনা পর্ষদ লভ্যাংশ বিষয়ে অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছে। এটা কারও পক্ষেই মেনে নেয়া সম্ভব না। তাই বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) খতিয়ে দেখা উচিত। একইসঙ্গে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যাতে ভবিষ্যতে কোন কোম্পানি এমনটি করার সাহস না দেখায়।
×