ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিডি ফাইন্যান্সের উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা

প্রকাশিত: ০৪:০৯, ১ অক্টোবর ২০১৮

  বিডি ফাইন্যান্সের উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের কর্পোরেট পরিচালক হোসাইন ডায়িং এ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড নিজ কোম্পানির ১১ লাখ ৮ হাজার শেয়ার বিদ্যমান বাজার দরে কেনার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার কেনার এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে বিডি ফিন্যান্স। গেল বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ৪১ পয়সায়। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি থেকে জুন ২০১৮) ৩ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি, যা এর আগের বছর একই সময়ে ছিল ৫০ পয়সা। এদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০১৮) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭ পয়সা। ৩০ জুন ২০১৮ এ কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৫ পয়সা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় বিডি ফিন্যান্স।
×