ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাটকাঠি রফতানি হচ্ছে চীনে

প্রকাশিত: ০৪:০৭, ১ অক্টোবর ২০১৮

 পাটকাঠি রফতানি হচ্ছে চীনে

অর্থনৈতিক রিপোর্টার ॥ একসময় শুধু জ্বালানি বা ঘরের ছাউনি কাজে ব্যবহার হলেও এখন পাটকাঠি রফতানি হচ্ছে চীনসহ বিভিন্ন দেশে। এছাড়াও ছাই দিয়ে তৈরি হচ্ছে কার্বন পেপার, আতশবাজি, মোবাইল ফোনের ব্যাটারি, বিষ ধ্বংসকারী। ফলে বেড়েছে এর চাহিদা। কৃষকরা বলছেন, পাটের ভাল দাম না পেলেও পাটকাঠির সঠিক মূল্য পেলে ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে। পাটের কাঠি একসময় শুধু জ্বালানি বা ঘরের ছাউনি হিসেবেই কাজে লাগতো। কিন্তু পাটকাঠি এখন রফতানি হচ্ছে চীনসহ বিভিন্ন দেশে। পাটকাঠির ছাই দিয়ে তৈরি হচ্ছে কার্বন পেপার, আতশবাজি, মোবাইল ফোনের ব্যাটারি, বিষ ধ্বংসকারী এমনকি জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধও। ফলে বেড়েছে এর চাহিদা। এদিকে ফরিদপুরের কৃষকরা বলছেন, এ বছর পাটের ভাল দাম না পেলেও পাটকাঠি বিক্রি করে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা। পাটকাঠি বিক্রি করে কৃষকরা লাভবান হবে বলে মনে করছে কৃষি বিভাগও। নারায়ণগঞ্জেও রয়েছে বেশ কিছু চারকল প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলা থাকে যেখানে পাট খড়ি নিয়ে আসা হয়। তৈরি হরা হয় পারটিকেল বোর্ড। এছাড়াও পাটখড়ি পোড়ানো ছাই রফতানি করা হয় বিদেশে।
×