ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে দুর্ভোগে রাজধানীবাসী

প্রকাশিত: ২৩:৪০, ৩০ সেপ্টেম্বর ২০১৮

বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে দুর্ভোগে রাজধানীবাসী

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন, গুলিস্তান ও মতিঝিল এলাকার সড়কগুলোতে প্রায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের জন্য মানুষ আসতে শুরু করলে যানজট এবং পরিবহন স্বল্পতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীরবাসীদের। রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাজধানীর অন্যতম এলাকা পল্টন মোড় থেকে ছাড়েনি কোনো গাড়ি। এ সময় বাসগুলো লোকশূন্য হয়ে রাস্তায় শুধু থমকেই ছিল। আর গড়িচালকরা যেন সেগুলো শুধু পাহারার দায়িত্বেই ছিলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে মিরপুরগামী পরিবহনের চালকের সঙ্গে এ ব্যাপারে কথা বললে জানা যায়, আসার সময়তো অনেকটা জ্যাম পার হয়েই এসেছি। কিন্তু এখন তো সব গাড়িই থমকে আছে। প্রায় এক ঘণ্টা ধরে একই এলাকায় গাড়ি নিয়ে বসে আছি। একটুও নড়াচড়া নেই। আর যাত্রীরাও সবাই নেমে যাওয়ায় গাড়ি এখন পুরো ফাঁকা। ফরুক আহমেদ নামে উত্তরাগামী এক যাত্রী বলেন, সকালে এসেছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু এখন যাওয়ার জন্য কোনো গাড়িই পাচ্ছি না। এমনকি সিএনজিও না। আর যারা আসছে, তারা ভাড়া চাইছে দ্বিগুণেরও বেশি। যানজট দুর্ভোগ নিয়ে শাহবাগ মোড়ে ট্রাফিক পুলিশ আজিজুল ইসলেমর সঙ্গে কথা হলে তিনি বলেন, মূলত সমাবেশেকে কেন্দ্র করেই এ ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন দিক থেকে মিছিল আসছে, সেগুলোকে জায়গা করে দিতে গিয়ে গাড়িগুলোকে থামিয়ে রাখতে হচ্ছে। আর সঙ্গে মেট্রোরেলের কাজ চলার জন্য দুর্ভোগটা একটু বেশিই পোহাচ্ছে নগরবাসী।
×