ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কোনও দরকার নেই ॥ কাদের

প্রকাশিত: ২২:১৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কোনও দরকার নেই ॥ কাদের

অনলাইন রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কোনও দরকার নেই। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এখন সময় আছে এক মাস। এই সময়ে বিএনপি বা সহযোগিরা ঐক্য প্রক্রিয়া বা ঐক্য ফ্রন্ট যে দাবিই করুক না কেন, সে অনুযায়ী সরকার গঠন সংবিধান সম্মত হবে না। তিনি আরও বলেন, তাদের (বিএনপি) প্রয়োজন হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। এজন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। দেশে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বিশেষ সরকারের প্রয়োজন। এমন প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, নবেম্বরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। তিনি বলেন, নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের কোনো কাজ থাকবে না। তারা শুধু রুটিনমাফিক কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেখানে সরকারের কোনো হাত নেই। তখন সরকারের ক্ষমতা সীমিত হয়ে যাবে।
×