ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৭:১০, ৩০ সেপ্টেম্বর ২০১৮

টু ক রো খ ব র

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনী তিন অর্থনৈতিক অঞ্চল মিলে হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’। বেজার গভর্নিং বোর্ডের প্রথম সভায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ও চতুর্থ সভায় ফেনী অর্থনৈতিক অঞ্চল অনুমোদিত হয়। গভর্নিং বোর্ডের সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ সভায় সীতাকুণ্ড নামে আরেকটি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন লাভ করে। এ তিনটি অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে এ তিনটি অর্থনৈতিক অঞ্চলকে একত্র করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ নামকরণের একটি প্রস্তাব গত ২৮ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে পাঠানো হয়। ১০ আগস্ট ট্রাস্ট প্রস্তাবটিতে অনুমোদন দেয়। এ ছাড়া শিল্পনগরে ১০০ একর করে মোট ২০০ একর জমির ওপর নির্মিতব্য দুটি জলাধার/হ্রদের নাম ‘শেখ হাসিনা সরোবর’ এবং বড়তাকিয়া থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পর্যন্ত চার লেনবিশিষ্ট ২৯ কিলোমিটার সড়কের নাম ‘শেখ হাসিনা সরণি’ রাখার বিষয়েও অনুমতি প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত এ শিল্পনগরে প্রায় ১ হাজার ১৫০ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) জমি বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া বিজিএমইএকে একটি পরিকল্পিত গার্মেন্টস পার্ক নির্মাণের জন্য ৫০০ একর জমি বরাদ্দের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে জাপানের নিপ্পন স্টিল ও সুজিত করপোরেশন, ভারতের এশিয়ান পেইন্টস, যুক্তরাজ্যের বার্জার পেইন্টস, চীনের জিনদুন গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৭৫০ কোটি ডলার সমমূল্যের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এশিয়ায় রফতানিযোগ্য চালের দাম বাড়ছে এশিয়ার বাজারে রফতানিযোগ্য চালের দাম আগের তুলনায় বেড়েছে। বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রফতানিকারক দেশ ভিয়েতনামে গতসপ্তাহে রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চালের দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৪০০-৪০৫ ডলারে। আগের সপ্তাহেও খাদ্যপণ্যটি টনপ্রতি ৩৯৫-৪০৫ ডলারে বিক্রি হয়েছিল। সেই হিসাবে, সপ্তাহান্তে ভিয়েতনামের বাজারে রফতানিযোগ্য চালের দাম টনে ৫ ডলার বেড়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার। ভিয়েতনাম থেকে ৯০ হাজার টন চাল আমদানি করেছে ইরাক। একই সঙ্গে হারিকেন মাংখুটের তাণ্ডবে ফসলহানি হওয়ায় ফিলিপাইনও দেশটি থেকে চাল আমদানি বাড়ানোর ঘোষণা দিয়েছে। রফতানিতে এ চাঙ্গাভাব ভিয়েতনামের চালের বাজারকে উর্ধমুখী করেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। একই চিত্র দেখা গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল রফতানিকারক দেশ থাইল্যান্ডেও। সর্বশেষ সপ্তাহে দেশটিতে রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চালের দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৩৯৫-৩৯৮ ডলারে। আগের সপ্তাহেও খাদ্যপণ্যটি টনপ্রতি ৩৯০-৩৯৩ ডলারে বিক্রি হয়েছিল। সেই হিসাবে, সপ্তাহান্তে থাইল্যান্ডের বাজারে রফতানিযোগ্য চালের দাম টনে সর্বোচ্চ ৫ ডলার বেড়েছে। চলতি বছরের মার্চের পর থাইল্যান্ড থেকে চীনে চাল রফতানি বন্ধ ছিল। সর্বশেষ সপ্তাহে থাই রফতানিকারকরা চীনে এক লাখ টন চাল রফতানি করেছেন। বিষয়টি চালের বাজার চাঙ্গা করতে ভূমিকা রেখেছে। একই সঙ্গে মুদ্রাবাজারে ডলারের বিপরীতে থাই বাথের তুলনামূলক শক্তিশালী অবস্থান দেশটিতে চালের দাম বাড়িয়েছে। তবে বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারতে খাদ্যপণ্যটির দাম নিম্নমুখী ছিল। সর্বশেষ সপ্তাহে দেশটিতে রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চালের দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৩৭০-৩৭৪ ডলারে, যা আগের সপ্তাহের তুলনায় টনে ৩ ডলার কম। অর্থনীতি ডেস্ক
×