ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যান্ড্রু কিশোরের নতুন গান

প্রকাশিত: ০৭:০৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮

এ্যান্ড্রু কিশোরের নতুন গান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশী চলচ্চিত্রের প্লেব্যাক সম্রাট নামে পরিচিত এ্যান্ড্রু কিশোর। ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’ প্রভৃতি কালজয়ী গান এ্যান্ড্রু কিশোরের কণ্ঠের। বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এক সময় নতুন চলচ্চিত্র মানেই এ্যান্ড্রু কিশোরের গাওয়া নতুন গান। পাশাপাশি অডিও এ্যালবামেও নিয়মিত প্রকাশ তার গাওয়া গান। কিন্তু এখন আর গানে আগের মতো দেখা যায় না কিংবদন্তি এ গায়ককে। অনলাইন ভিডিও প্লাটফর্ম ইউটিউবকেন্দ্রিক গান প্রকাশ হয়ে পড়ায় এ অঙ্গনে একেবারেই যেন দেখা যাচ্ছে না তাকে। সম্প্রতি বিশেষ বিশেষ অনুরোধে গান প্রকাশ করেন এ গায়ক। দীর্ঘদিন অনলাইন প্লাটফর্মে গান নিয়ে ফিরছেন এ্যান্ড্রু কিশোর। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সেভেনটিউনস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে তার গাওয়া নতুন গান ‘আছি বেঁচে’। গীতিকার রুবাইয়াৎ জাহানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শেখ জসিম। নতুন গান প্রকাশ নিয়ে এ্যান্ড্রু কিশোর বলেন, এখন তো গান প্রকাশের প্লাটফর্ম পরিবর্তন হয়েছে। আগের মতো আমিও আর নতুন গান প্রকাশ করছি না। অনেকদিন পর নতুন গান প্রকাশ করছি। এ গান ছাড়াও হক (সৈয়দ শামসুল হক) ভাইয়ের লেখা কয়েকটি গান প্রকাশিত হচ্ছে। সবগুলো গানই কথানির্ভর। আমি যে ধারার গান করি গানগুলোর সুরও সেই ধাঁচের।
×