ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিটিভির ‘ইত্যাদি’তে আসাদুজ্জামান নূর

প্রকাশিত: ০৭:০৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮

বিটিভির ‘ইত্যাদি’তে আসাদুজ্জামান নূর

স্টাফ রিপোর্টার ॥ বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে। পুনঃপ্রচার হবে আগামী ৭ অক্টোবর রবিবার রাত ১০টার ইংরেজী সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিওভিশন। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড। ইত্যাদিতে এবার অংশ নিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। এবারের ‘ইত্যাদি’র পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন। গত ১৮ সেপ্টেম্বর নীলফামারীর উত্তরা ইপিজেডের অভ্যন্তরে নীলফামারীর বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হয় এবারের ‘ইত্যাদি’। সামনে দর্শক ছিলেন ইপিজেডের কয়েক হাজার শ্রমজীবী মানুষ ও নীলফামারীর বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন। ‘ইত্যাদি’র এবারের পর্বে রয়েছে নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য এবং নীলচাষের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। এ বছরের মার্চ মাসে প্রচারিত ‘ইত্যাদি’তে বাংলাদেশী বংশোদ্ভূত নেদারল্যান্ডসের নাগরিক আনোয়ারা বেগমের নিজের শিকড়ের সন্ধানের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়েছিল। উল্লেখ্য, ‘ইত্যাদি’তে প্রচারের পরদিনই আনোয়ারা খুঁজে পান তার পরিবারকে। কিন্তু কিভাবে? এবারের পর্বে তা নিয়ে রয়েছে একটি ফলোআপ প্রতিবেদন। ভাওয়াইয়া গানের প্রাণপুরুষ আব্বাসউদ্দিন এবং তার শ্বশুরবাড়ি নিয়ে রয়েছে প্রতিবেদন। উত্তরা ইপিজেডের ওপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। বিদেশী প্রতিবেদনে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও নেলসন ম্যান্ডেলার ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন। এবারের ‘ইত্যাদি’তে মূল গান রয়েছে একটি। এবারের ‘ইত্যাদি’তে নীলফামারীর সন্তান ইবরার টিপুর সঙ্গীতায়োজনে এ অঞ্চলেরই প্রায় ১৫০ বছর পুরনো একটি চট্কা গান করা হয়। ইবরার টিপুর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন টি.ডাব্লিউ সৈনিক, ফারুক ভুঁইয়া, তাজ, শাহীন ও সহশিল্পীবৃন্দ। এছাড়াও নীলফামারীকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় এবং মেহেদীর সঙ্গীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন উত্তরা ইপিজেডের এক দল শ্রমজীবী মানুষ। নাচটির কোরিওগ্রাফি করেছেন মোহাম্মদ রাব্বি আল কাওসার রাজু। কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিকী, ফারুক ভুঁইয়া, রিয়াদ ও অন্যরা। দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান নীলফামারীকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৩ জন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয়পর্বে নির্বাচিত দর্শকরা আঞ্চলিক ভাষায় একটি নাট্যাংশে অভিনয় করেন। দর্শকদের হাতে পুরস্কার তুলে দেন নীলফামারীর কৃতী সন্তান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এই পর্বে হানিফ সংকেতের সঙ্গে রয়েছে তার একটি ভিন্নরকম সাক্ষাতকার।
×