ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুব এশিয়া কাপে হার দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০৭:০২, ৩০ সেপ্টেম্বর ২০১৮

যুব এশিয়া কাপে হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ বড়দের এশিয়া কাপ ফাইনালে শুক্রবার রাতে মরু শহর দুবাইয়ে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ জাতীয় দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই ১৩৭ রানের বিশাল জয়ে শুরু হয়েছিল টাইগারদের। ছোটরা সেটা পারেনি। একই প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে নেমে অনুর্ধ-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নিজেদের মাঠে ৬ উইকেটে হেরে শুরু করেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৬.৪ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের যুবারা। জবাবে ৩৭.৫ ওভারে ৪ উইকেটে ১৪৪ রান তুলে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ দল। অবশ্য ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের যুবারা শুভসূচনা করেছে যথাক্রমে নেপাল, হংকং ও আরব আমিরাতকে হারিয়ে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পাকিস্তান ও হংকং অনুর্ধ-১৯ দল। উভয় গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। কিন্তু সেই মিশনের শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিক বাংলাদেশ। বড়দের এশিয়া কাপ শুক্রবার শেষ হয়েছে আরব আমিরাতে। তৃতীয়বারের মতো ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি টাইগাররা। তবে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে দল। ছোটরা সে পথে হাঁটতে পারেনি। যুবাদেরও প্রতিপক্ষ প্রথম ম্যাচে প্রতিপক্ষ লঙ্কানরা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৪৫ এবং চতুর্থ উইকেটে ৩১ রান ছাড়া আর কোন ভাল জুটি গড়ে ওঠেনি। ওপেনার তানজিদ হাসান ৩১ বলে ২৪ রান করে আউট হন। ৬৩ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন তৌহিদ হৃদয়। এছাড়া শামীম হোসেন ২০ ও রিশাদ হোসেন ১৮ রান করেন। ৪৬.৪ ওভারে মাত্র ১৪১ রানেই থেমে যায় বাংলাদেশ যুবাদের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে ভয়ঙ্কর বোলিং করে ১০ ওভারে ১১ রানে ২ উইকেট নেন শশীকা দুলশান। সেনারতেœ ও ভেলালাগেও দুটি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল লঙ্কান যুবারা। কিন্তু চতুর্থ উইকেটে ৯০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথ করে দেন নুয়ানিদু ফার্নান্দো ও সুরিয়াবান্দারা। নুয়ানিদু ৯৪ বলে ৭ চার, ১ ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন। সুরিয়াবান্দারা ৩৬ রান করে সাজঘরে ফিরলেও ৭৩ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা। শরীফুল ইসলাম ২৯ রানে নেন ২ উইকেট। ‘বি’ গ্রুপের অপর ম্যাচে পাকিস্তান যুব দল এমএ আজিজ স্টেডিয়ামে ৯ উইকেটে বিধ্বস্ত করে হংকং অনুর্ধ-১৯ দলকে। আগে ব্যাট করে নাসিম শাহের পেস তোপে ৩৩ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় হংকং। ৫০ বলে ২ চার, ২ ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেন হারুন আরশেদ। নাসিম ১৩ রানে ৫ ও জুনাইদ খান ২৩ রানে ৩ উইকেট নেন। জবাবে ১৪.৪ ওভারে ১ উইকেটে ৭৮ রান তুলে জয় পায় পাক যুবারা। ওপেনার মহসিন খান ৪৩ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। ‘এ’ গ্রুপে ভারত বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৭১ রানে বিধ্বস্ত করে নেপাল অনুর্ধ-১৯ দলকে। ওপেনার জশস্বী জয়স্বাল ১১৩ বলে ৮ চার, ৫ ছক্কায় ১০৪ এবং সিমরান সিং ৬১ বলে ৬ চার, ৩ ছক্কায় ৮২ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৪ রান তোলে ভারতের যুবারা। নেপালের পক্ষে ভীম শারকি ৪২ রানে নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে ৩৬.৫ ওভারে মাত্র ১৩৩ রানেই থামে নেপালের ইনিংস। অপর ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। আমিরাত আগে ব্যাট করে ৪৩.৫ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায়। কায়েস আহমেদ ৪০ রানে ৪ উইকেট নেন। জবাব দিতে নেমে আজমতুল্লাহ ওমরজাইয়ের ৪০ বলে ২ চার, ৩ ছক্কায় করা হার না মানা ৫০ রানে ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে জয় ছিনিয়ে নেয় আফগান যুবারা।
×