ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দ্রুততম মানব-মানবী মমিন ও সুমাইয়া

প্রকাশিত: ০৭:০১, ৩০ সেপ্টেম্বর ২০১৮

দ্রুততম মানব-মানবী মমিন ও সুমাইয়া

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত ৩৪তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষ হয়েছে শনিবার। দুইদিনব্যাপী এই আসরে দ্রুততম মানব ও মানবী হয়েছেন বিকেএসপির মমিন আলি ও সুমাইয়া। আর আসরে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। গতকাল ১০০ মিঃ (বালক) ইভেন্টে দ্রুততম মানব মমিন ১১.২০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয় করেন। দ্রুততম মানবী হয়েছেন সুমাইয়া দেওয়ান। হাইজাম্প (বালক), জ্যাভলিন থ্রো (কিশোরী) ও ডিসকাস থ্রো (কিশোর) এবং লংজাম্প (বালক) ৪টি নতুন জাতীয় রেকর্ডসহ ২দিনে সর্বমোট ৭টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। হাইজাম্প (বালক) ইভেন্টে বিকেএসপির জিহান ১.৮২ মিটার উচ্চতা অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। পূর্বের রেকর্ড ২০০৭ সালে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার মোঃ আল আমিন ১.৭৪ মিটার। জ্যাভলিন থ্রো (কিশোরী) নমিতা কর্মকার, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ৩৬.৩৬ ?মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। পূর্বের রেকর্ড ২০১১ সালে খুলনা জেলা ক্রীড়া সংস্থার নাজমা খাতুন ৩৩.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিল। এবার একই ইভেন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মোছাঃ লাকী খাতুন ৩৫.০০ মিটার দূরত্ব অতিক্রম করে পূর্বের রেকর্ড অতিক্রম করেছেন।
×