ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগে ২৯ বছরের মধ্যে বাজে সূচনা

ওয়েস্টহ্যামের কাছেও হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত: ০৭:০১, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ওয়েস্টহ্যামের কাছেও হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের আসলে হয়েছেটা কী? জোশে মরিনহোর অধীনে যেন চরম বাজে সময় কাটাছে ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটি! শনিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছেও যে লজ্জাজনকভাবে হেরে গেছে তারা। হ্যাঁ, নিজেদের মাঠে এদিন ওয়েস্টহ্যাম ইউনাইটেড ৩-১ গোলে পরাজয়ের লজ্জা উপহার দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এর ফলে ইংলিশ প্রিমিয়ার লীগে ২৯ বছরের মধ্যে এবার সবচেয়ে বাজে সূচনা করেছে রেড ডেভিলরা। ইংলিশ প্রিমিয়ার লীগে ২০১৮-১৯ মৌসুমের প্রথম ৭ ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট। ২০১৩-১৪ মৌসুমে ডেভিড মোয়েসের অধীনেও প্রথম সাত ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গোল ব্যবধানে ২৯ বছরের মধ্যে এটাই রেড ডেভিলদের সবচেয়ে বাজে পারফর্মেন্স। এর আগে ১৯৮৯-৯০ মৌসুমে প্রথম ৭ ম্যাচ থেকে মাত্র ৭ পয়েন্ট সংগ্রহ করেছিল ম্যানইউ। শনিবার ওয়েস্টহ্যামের জার্সিতে প্রথম গোল করেছিলেন ফিলিপ এ্যান্ডারসন। ৪৩ মিনিটে লিন্ডেলফ নিজেদের জালেই বল জড়িয়ে দিলে ২-০ গোলে পিছিয়ে পড়ে জোশে মরিনহোর দল। তবে ৭১ মিনিটে রাশফোর্ড গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সফরকারীরা। কিন্তু ৭৪ মিনিটে আর্নাউটোভিচ গোল করলে ৩-১ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েস্টহ্যাম।
×