ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্জেন্টিনা দলে এবারও নেই মেসি

প্রকাশিত: ০৬:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮

আর্জেন্টিনা দলে এবারও নেই মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসে সৌদি আরবের রিয়াদে ইরাক ও ব্রাজিলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুটি ম্যাচের জন্য ৩১ সদস্যের দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেশটির কোচ আরও আগেই জানিয়ে দিয়েছিলেন যে, এ ম্যাচগুলোতেও অনুপস্থিত থাকবেন দলের সেরা তারকা লিওনেল মেসি। যে কারণে মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার খ-কালীন কোচ লিওনেল স্কালোনি। শুক্রবার ঘোষিত এই দলে প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির সেন্টারব্যাক নিকোলাস ওটামেন্ডি। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন টটেনহ্যামের ডিফেন্ডার হুয়ান ফইথ এবং ইতালিয়ান ক্লাব উদিনেসের উইঙ্গার রদ্রিগো দে পল। এছাড়াও দলে ফিরেছেন সর্বশেষ ২০১৫ সালে দেশের হয়ে খেলা ওয়াটফোর্ড মিডফিল্ডার রবার্তো পেরেইরা। সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে হোর্হে সাম্পাওলির দল। এরপর থেকেই লিওনেল মেসি দলের বাইরে। সর্বশেষ গুয়াতেমালা এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও খেলেননি এলএম টেন। রাশিয়া বিশ্বকাপে দল ও নিজের হতাশাজনক পারফর্মেন্সের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে এক প্রকার অঘোষিত বিরতিতে আছেন মেসি। মেসি কেন দলে নেই? এর সঠিক উত্তর দিতে পারছেন না কেউ! তবে স্কালোনি বলছেন এখনও দলে ফেরার সময় হয়নি মেসির। তার মতে ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমরা একমত হয়েছি যে, তার ফেরার এখনও সঠিক সময় হয়নি।’ আগামী বছরেই ব্রাজিলে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। এই মুহূর্তে সেই টুর্নামেন্টের জন্যই প্রস্তুতি নিচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলো। যে কারণে এই সময়ে মেসি না থাকায় বেশ শঙ্কার মধ্যে রয়েছেন দেশটির ফুটবলপ্রেমীরা। মেসি কী আবার ফিরবেন? নাকি জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না এলএম টেন? এ নিয়েও চিন্তিত মেসির ভক্ত-অনুরাগীরা। যদিওবা এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার। আগামী ১১ অক্টোবর সৌদি আরবে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার পাঁচদিন পর অর্থাৎ ১৬ অক্টোবর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে লড়বে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য শুধু মেসি একাই নন, আক্রমণভাগের অন্য দুই তারকা গঞ্জালো হিগুয়েইন এমনকি সার্জিও এ্যাগুয়েরোও দলে নেই। আর্জেন্টিনা স্কোয়াড ॥ গোলরক্ষক : সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)। ডিফেন্ডার ॥ নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), রামিরো ফুনেস মোরি (ভিয়া রিয়াল), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্টিনা), ওয়াল্টার কান্নেমান (গ্রেমিও), হুয়ান ফইথ (টটেনহ্যাম), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), এ্যালান ফ্রাঙ্কো (ইন্ডেপেনদিয়েন্তে), ফাব্রিসিও বুস্তোস (ইন্ডেপেনদিয়েন্তে), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব)। মিডফিল্ডার ॥ সান্তিয়াগো আসকাসিবার (স্টুটগার্ট), লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), ফ্রাঙ্কো ভাসকেস (সেভিয়া), রদ্রিগো দে পল (উদিনেস), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), এদুয়ার্দো সালভিও (বেনফিকা), ফ্রাঙ্কো সেরভি (বেনফিকা), রদ্রিগো বাত্তাগলিয়া (স্পোর্টিং লিসবন), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), মাক্সি মেসা (ইন্ডেপেনদিয়েন্তে), এক্সেকুয়েল পালাসিওস (রিভার প্লেট)। ফরোয়ার্ড ॥ ক্রিস্টিয়ান পাভোন (বোকা জুনিয়র্স), গঞ্জালো মার্টিনেস (রিভার প্লেট), পাওলো দিবালা (জুভেন্টাস), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), এ্যাঞ্জেলো কোরেয়া (এ্যাটলেটিকো মাদ্রিদ), জিওভান্নি সিমেওনে (ফিওরেন্টিনা)।
×