ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে মা-ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে স্বামীর সঙ্গে অভিমান করে দুই সন্তানকে বিষ খাইয়ে পরে নিজে বিষপান করেছেন এক মা। এতে মা ও এক সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাগি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই এলাকার জয়ধর মল্লিকের স্ত্রী এলন মল্লিক (২৫) ও তার ছেলে রন্তিম মল্লিক (৫)। জানা যায়, শুক্রবার বিকেলে এলন তার বাবার বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিল। এলনকে বাবার বাড়িতে ২/৩ দিন পর যেতে বলেন তার স্বামী। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। কিছুক্ষণ পর তার স্বামী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর এলন সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে শিশু সন্তানসহ নিজে কীটনাশক খায়। পরে সন্তানদের চিৎকারে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা ডাকাডাকি করে। পরে দরজা ভেঙ্গে পরিবারের সদস্যরা তাদেরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার এদিকে মা-ছেলেসহ দুই জনের মৃত্যু হয়। দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধ ॥ নিহত ১ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৯ সেপ্টেম্বর ॥ দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে শফি ওরফে মিনি (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার ভোরে সদর উপজেলার বংকিরা গ্রামের রাস্তায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। নিহত শফি সদর উপজেলার চোরকোল গ্রামের শোবারেক মোল্লার ছেলে। কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ॥ বজ্রপাতে শহীদ মিয়া (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বৌলাই নয়াপাড়া গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে। সূত্র জানায়, শনিবার সকালে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন শহীদ মিয়া। এ সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে প্রচ- বজ্রপাতে আক্রান্ত হন তিনি। বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বহির্নোঙ্গরে স্ক্র্যাপ বোঝাই লাইটার জাহাজডুবি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গর এলাকায় শনিবার দুপুরের দিকে স্ক্র্যাপবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ‘চর শ্যামাইল’ নামে এ লাইটার জাহাজ অপর একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর এটি ডুবে যায় বলে জানিয়েছেন বন্দরের ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ। আরও জানা গেছে, একটি মাদার ভেসেল থেকে চর শ্যামাইল লাইটার জাহাজটিতে স্ক্র্যাপ নামানোর পর এটি রওয়ানা দিলে এটির সঙ্গে আরেকটি লাইটার জাহাজের ধাক্কা লাগে।
×