ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪ অক্টোবর চট্টগ্রামে বিএনপি সমাবেশ করতে চায়

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮

৪ অক্টোবর চট্টগ্রামে বিএনপি সমাবেশ করতে চায়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগামী ৪ অক্টোবর লালদীঘি ময়দানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে নগর বিএনপি। সমাবেশ অনুষ্ঠানের জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তবে সিএমপি কর্তৃপক্ষ এখনও অনুমোদন দেয়নি। তবে বিএনপি নেতারা জানিয়েছেন, তারা আশাবাদী। ঢাকার মতো চট্টগ্রামেও সমাবেশের অনুমতি দেয়া হবে। উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ জনসভার ডাক দেয়া হয়েছে। শনিবার সকালে নগর বিএনপির কার্যালয়ে সংগঠন সভাপতি ডাঃ শাহাদাত হোসেন এ কথা জানিয়েছেন। সাতক্ষীরায় সাত প্রতিমায় অগ্নিসংযোগ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার একটি রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা সাতটি প্রতিমায় আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় তারা চুরি করে নিয়ে গেছে একটি পিতলের গোপাল প্রতিমা। শুক্রবার রাতে সাতক্ষীরা সদরের ওয়ারিয়া গ্রামের রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (ওসি) ঘটনার তদন্ত চলছে উল্লেখ করে বলেন, বিষয়টি পূর্বপরিকল্পিত ও রহস্যজনক। পূজারী অবারিত দাস মোহন্ত জানান, পূজা অর্চনা শেষে শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে তিনি মন্দিরের দরজায় তালা লাগিয়ে বাসায় ঘুমাতে যান। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি পূজা দেয়ার জন্য মন্দিরের সামনে এসে দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। শ্রীশ্রী জগন্নাথদেব, সুভদ্রা, বলরাম, রাধা, কৃষ্ণসহ সাতটি প্রতিমার বসন আগুনে পোড়ানো অবস্থায় দেখে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করেন। মন্দিরের ভেতরে পিতলের নির্মিত গোপাল প্রতিমা চুরি করে নিয়ে গেছে বলে জানান তিনি।
×