ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে চিকিৎসার অবহেলায় শিশুসহ প্রসূতির মৃত্যু ॥ হাসপাতাল ভাংচুর

প্রকাশিত: ০৬:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮

না’গঞ্জে চিকিৎসার অবহেলায় শিশুসহ প্রসূতির মৃত্যু ॥ হাসপাতাল ভাংচুর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লার পাগলা বাজার এলাকায় নিউ পপুলার জেনারেল হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতক শিশু ও শিল্পী বেগম (৩০) নামে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা ও উত্তেজিত এলাকাবাসী হাসপাতালটি ভাংচুর করে। পরে পুলিশ হাসপাতালের মালিক ও ডাক্তারসহ ৫ জনকে আটক করে। শনিবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহতের স্বজনরা জানান, ফতুল্লা স্টেডিয়াম এলাকার আলমগীর মিয়ার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী বেগম অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার নিউ পপুলার জেনারেল হাসপাতালে ডাক্তার তামান্না আক্তারের অধীনে ভর্তি করা হয়। শুক্রবার রাতে শিল্পী বেগমের সিজার করা হলে ৫ মাসের নবজাতক শিশুসহ তার মৃত্যু হয়। তবে হাসপাতালের ডাক্তার মা ও নবজাতক শিশুর মৃত্যুর বিষয়টি গোপন রেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পরামর্শ দেন। নিহতের স্বামী আলমগীর মিয়ার অভিযোগ, সিজার করা পর হাসপাতালের একজন ডাক্তার তার স্ত্রী ও নবজাতক শিশুকে মৃত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে তারা ঢাকা মেডিক্যাল যাওয়ার পথে মা ও নবজাতক শিশুটির মৃত্যু নিশ্চিত দেখতে পেয়ে পুনরায় ওই হাসপাতালে নিয়ে আসেন। শনিবার সকালে এ ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ও এলাকাবাসী এসে হাসপাতালটি ভাংচুরসহ বিক্ষোভ প্রদর্শন করে।
×