ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা

প্রকাশিত: ০৬:৪২, ৩০ সেপ্টেম্বর ২০১৮

আড়াইহাজারে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক এলাকায় পারিবারিক কলহের জের ধরে সাহেরা বেগম (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আপেল মিয়া পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। পুলিশ শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা গেছে, ধোপারটেক গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সাহেরা বেগমের সঙ্গে বেশ কয়েক বছর আগে নরসিংদী জেলার মাধবদী থানার দীঘিরপাড় এলাকার রেজ্জাকের ছেলে আপেল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ চলে আসছিল। সম্প্রতি সাহেরা বেগম পিতার বাড়িতে বেড়াতে আসে। সেই সুবাদে শুক্রবার রাতে স্বামী আপেল মিয়া সাহেরাদের বাড়িতে আসে। রাতে স্বামী-স্ত্রী রাতের খাবারের পর ঘুমিয়ে পড়ে। রাত তিনটার দিকে ঘরে বাতি জ্বালানো দেখে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে দেখতে পায় সাহেরার থাকার ঘরের জানালা খোলা। পরে ঘরে গিয়ে দেখতে পায় সাহেরা বেগমের নাকে মুখে বালিশ চাপা দেয়া অবস্থায় পড়ে রয়েছে। পরে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পান। সাহেরা বেগমের পিতা সুরুজ মিয়া জানান, তার মেয়ের জামাতা আপেল মিয়া সাহেরাকে নাকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে জানালা দিয়ে পালিয়ে যায়। নান্দাইল সংবাদদাতা নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজগাতী ইউনিয়নের কাশিনগর গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশীরা স্বামীকে আটকিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকা-ের শিকার ওই নারীর নাম আমেনা খাতুন । এ ঘটনায় গ্রেফতার স্বামী মাহতাব উদ্দিন । জানা যায়, আমেনা খাতুন ও মাহতাব উদ্দিনের সংসারে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। তাদের দুই ছেলে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। একমাত্র মেয়ে থাকে শ্বশুরবাড়িতে। গত কিছু দিন ধরে তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিত-া হয়। এ নিয়ে স্বামী মাহতাব লাঠি দিয়ে স্ত্রীকে মারধরও করে। শুক্রবার বিকেল থেকেই দুইজনের মাঝে ঝগড়া বিবাধ চলছিল। এই অবস্থায় শনিবার ভোরে জানা যায় মাহতাব উদ্দিন স্ত্রীকে ঘরে রেখেই ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। বি’বাড়িয়ায় ছাত্রের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বাঞ্ছারামপুরে নিখোঁজের একদিন পর আরিফ (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শরিবার দুপুরে উপজেলার কান্দাপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিফ ওই এলাকার আলামিন মিয়ার ছেলে ও কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো একই এলাকার মুর্শেদ ও সাগর। খুলনা স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, খুলনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা সেতু সংলগ্ন দাওনিয়া ফাদ (গুপ্তমারী) এলাকার রাস্তার পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় পুলিশ এই লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, খবর পেয়ে শনিবার সকালে বটিয়াঘাটা ব্রিজ সংলগ্ন দাওনিয়া ফাদ এলাকার রাস্তার পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। নেত্রকোনা নিজস্ব সংবাদাতা নেত্রকোনা থেকে জানান, কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কাকরিয়া মাছিম গ্রাম সংলগ্ন একটি জলাশয় থেকে শনিবার সকালে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম বাবুল মিয়া। সে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের হইডহর গ্রামের কালাচাঁন মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকালে ওই জলাশয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করেছে।
×