ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুনামগঞ্জে সম্ভাব্য প্রার্থীরা মাঠে ব্যস্ত

প্রকাশিত: ০৬:৪০, ৩০ সেপ্টেম্বর ২০১৮

সুনামগঞ্জে সম্ভাব্য প্রার্থীরা মাঠে ব্যস্ত

নিজস্ব সংবাদাতা, সুনামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ॥ লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। শনিবার সকাল থেকে এ্যাডভোকেট আখতারুজ্জামান সেলিমের নেতৃত্বে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে বিভিন্ন হাট-বাজার, গ্রামীণ পাড়া-মহল্লায় সরকারের উন্নয়ন কর্মকা-ের চিত্র তুলে ধরে মতবিনিময় সভা, লিফলেট বিতরণসহ মিছিল সমাবেশ করেন। উঠান বৈঠক ও সমাবেশে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট সৃষ্টিকারী সরকার উৎখাতের ষড়যন্ত্রে সজাগ থাকার আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বাধীনতার পক্ষের শক্তিকে। শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট বাজারে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে প্রধান অথিতির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আখতারুজ্জামান সেলিম। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, আমি ব্যক্তির নয়, শেখ হাসিনার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। দেশ এখন উন্নয়নের মহাসড়কে, এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, দেশের সকল শ্রেণী- পেশার মানুষের আয় বেড়েছে, তাই জনগণ এখন শান্তি ও স্বস্তিতে আছে। শুধু শান্তিতে নেই বিএনপি ও তাদের শরিক ষড়যন্ত্রকারীরা। দেশের মানুষ ভাল থাকলেও তারা ক্ষমতার নেশায় এখন দিশেহারা, আর তাই নতুন নতুন ষড়যন্ত্র করে চলছে। এতে নতুন করে যোগ হয়েছে যুক্তফ্রন্ট। যাদের ভয়াবহ অরাজনৈতিক কর্মকা- দেশবাসীর কাছে আজও দৃশ্যমান। যুক্তফ্রন্টের যুক্তরা কেউ খুনী, দুর্নীতিবাজ ও কালোবাজারির তক্মা নিয়েই সরকার উৎখাতের নতুন ষড়যন্ত্রে লিপ্ত। এসব উন্নয়ন অগ্রযাত্রা বিরোধী ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় প্রতিটি মুজিব সৈনিক প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, তারপরও এদের অশুভ ছোঁয়া যেন আমাদের এই ভাটির জনপদে লাগতে না পারে সেজন্য সকল তৃণমূল নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। এই যুদ্ধে আমিও আপনাদের একজন সৈনিক হতে এসেছি। আমরা ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার বিজয়, নৌকার বিজয় কেউ রুখতে পারবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে। তিনি বলেন, দলীয় সভাপতি যদি আমার হাতে নৌকা প্রতীক তুলে দেন, তাহলে আমি আপাদেরকে নিয়ে এই আসনে নৌকার বিজয় উপহার দেব ইনশাআল্লাহ।
×