ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে নির্বাচনী ডামাডোল তুঙ্গে

প্রকাশিত: ০৬:৪০, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ঝিনাইদহে নির্বাচনী ডামাডোল তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৯ সেপ্টেম্বর ॥ ঝিনাইদহ ১ আসনে (শৈলকুপা) নির্বাচনী ডামাডোল এখন তুঙ্গে। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই। তিনি প্রতিদিন সকাল সন্ধ্যা মাঠ ময়দান চষে বেড়াচ্ছেন। তার সঙ্গে থাকছেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নবীন প্রবীণ সর্বস্তরের নেতারা। প্রতিদিন মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি। বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে শনিবার বিশাল সমাবেশ করেছেন তিনি। শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ শেখপাড়া বাজারে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে এলাকায় এক শোভাযাত্রা বের করা হয়। সমাবেশে ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী মোল্লা সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ঝিনাইদহ জেলা তথা শৈলকুপা উপজেলার প্রতিটি রাস্তাঘাট পাকাকরণের পাশাপাশি বিভিন্ন এলাকায় ঘরে ঘরে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়নে বেশি গুরুত্ব দিয়েছেন। তার সেই প্রচেষ্টাকে আরও বেগবান করতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ভবন নির্মাণকরণের পাশাপাশি অভিভাবক সমাবেশ করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা লেখাপড়ায় ভাল করছে, শিক্ষার মানোন্নয়ন ঘটছে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার নির্মাণ, ডিজিটাল বাংলাদেশ গড়াসহ সব ক্ষেত্রে উন্নয়ন কর্মকা- এগিয়ে চলেছে। সরকারের নানামুখী উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরেন তিনি। তিনি এই উন্নয়নের ধারা আরও বেগবান করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান। সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জজকোর্টের পিপি ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহম্মেদ, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতিসহ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।
×