ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোশতাক জিয়া এরশাদ ক্ষমতায় থাকতে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে ॥ নাসিম

প্রকাশিত: ০৬:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০১৮

মোশতাক জিয়া এরশাদ ক্ষমতায় থাকতে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে ॥ নাসিম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মোশতাক, জিয়া, এরশাদ যখনই ক্ষমতায় এসেছে তখনই সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে। তারা পাকিস্তানী ধ্যান-ধারণায় উস্কানি দিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছে। এদেশে সাম্প্রদায়িক শক্তি এখনো নিশ্চিহ্ন হয়ে যায় নাই। ওরা এখনও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লুকিয়ে আছে। বিভিন্ন শক্তির অন্তরালে থেকে তারা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামুর বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লীতে হামলার ষষ্ঠবাষির্কী স্মরণে ‘আলোর শরণে কাটুক আঁধার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ। এতে আরও উপস্থিত ছিলেন- সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি রাহুল বড়ুয়া, ঢাবির জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার প্রমুখ। তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। তাকে সপরিবারে ও জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে অশুভ শক্তির যে উত্থান; এর ফলে আমরা স্বাধীনতার পরে একুশ বছর পিছনে পড়ে গেছি। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এই লড়াই চলমান। একটি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্যই ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালী মুক্তিযুদ্ধ করেছিল। তিনি বলেন, যুগ যুগ ধরে এই উপমহাদেশে সাম্প্রদায়িক শক্তিগুলো অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত করেছে। হাজার বছর ধরেও বাঙালীরা ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে পারেনি। ধর্ম ও বর্ণের নামে তাদের বিচ্ছিন্ন করা হয়েছে।
×