ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছেলেকে মাদকসহ আটকের বিষয়ে ডিএনসিসি প্যানেল মেয়রের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ছেলেকে মাদকসহ আটকের বিষয়ে ডিএনসিসি প্যানেল মেয়রের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ মাদকের বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে আজ আমি নিজেই কুচক্রী মহলের শিকারে পরিণত হয়েছি। বাংলাদেশে মাদক বিস্তারের শুরু থেকেই আমি মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। এতে নানা ধরনের হুমকি- ধমকির শিকারও হতে হয়েছে। তারপরও সবার রক্তচক্ষুকে উপেক্ষা করে মাদকের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। নিজের ছেলেকে মাদকসহ আটকের বিষয়ে শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্যানেল মেয়র মোঃ জামাল মোস্তফা এসব কথা বলেন। জামাল মোস্তফা বলেন, গত ২৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে আমার বড় ছেলে রফিকুল ইসলাম রুবেলকে তার বন্ধু পরিচয় দিয়ে কে বা কারা ফোনে ডেকে নেয়। পল্লবী থানা পুলিশ আমার ছেলেসহ আরও ২ জনকে আটক করে নিয়ে যায়। যে বাড়ি থেকে তাদের আটক করা হয় ওই বাড়িটি মিরপুর থানাধীন এবং বাড়িটি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার।
×