ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাখালীতে বাস চাপায় টিভি কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০১৮

মহাখালীতে বাস চাপায় টিভি কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪০) নামে একাত্তর টিভির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি একাত্তর-এর মার্কেটিং এ্যান্ড সেলস বিভাগের নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর থেকে নিউমার্কেট রুটে চলা ভিআইপি পরিবহনের একটি বাস গাজীপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাহাঙ্গীর গেট এলাকায় মহাখালী ফ্লাইওভারের দিকে ডানে ঘুরতে গিয়ে বাসটি মোটরসাইকেল আরোহী আনোয়ারকে ধাক্কা দেয়। আর বাসটি না থেমে ওই মোটরসাইকেলকে নিয়ে চলতে গিয়ে উঠে যায় আইল্যান্ডে। পরে আনোয়ারের পায়ের ওপর দিয়ে চলে যায় বাসটি। তিনি পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। এরপরও বাসটি চলতে থাকলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের মাঝখানে ঢুকে যায়। তার আগে বাসটি একটি সিএনজিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে এর একযাত্রী আহত হন। পরে পথচারীরা মোটরসাইকেল চালক আনোয়ার ও ওই অটোরিক্সাযাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। এ সময় মোটরসাইকেল চালক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা জানান, সকালে ভিআইপি পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান। পরে বাসের দুটি চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর পরই ঘাতক বাস ও বাসের চালক সুজনকে আটক করা হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ছগির মিয়া জানান, সাড়ে দশটার দিকে তাকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান। মগবাজারে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু ॥ স্টাফ রিপোর্টার জানান, রাজধানীর মগবাজারের ট্রাকের ধাক্কায় মোঃ শাহজাহান (২৬) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ীতে একটি বাড়ির পাঁচতলা ভবন থেকে পড়ে এক নিরাপত্তাকর্মী মারা গেছে। রামপুরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছিটকে বঁটির ওপর পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্র জানায়, মগবাজারে ট্রাকের ধাক্কায় নিহত মোঃ শাহজাহানের বাবার নাম আনসার আলী। বাড়ি জামালপুরের নালিতাবাড়ি থানার পুরনগর গ্রামে। তিনি আমবাগান এলাকায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ভোরের দিকে মগবাজারের রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে বলে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। এদিকে শনিবার সকাল নয়টার দিকে যাত্রাবাড়ীর কাজলার ভাঙ্গাপ্রেস এলাকায় একটি বাড়ির পাঁচতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন খাইরুল মিয়া (৪৫) নামে এক নিরাপত্তাকর্মী। পরে সে মারা যায়। শুক্রবার রাতে পশ্চিম রামপুরা হাজীপাড়ায় একটি বাসায় বিদ্যুত লাইনে কাজ করছিল সায়েম (২২) নামে এক যুবক। হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে দাঁড়ানো অবস্থায় ছিটকে বাসার ভেতরে থাকা বঁটির ওপরে পড়ে। এতে তার পেটের অনেক অংশ কেটে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।
×