ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকা শিশু হাসপাতালে বজলুর রহমান ফাউন্ডেশনের অনুদান

প্রকাশিত: ০৬:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা শিশু হাসপাতালে বজলুর রহমান ফাউন্ডেশনের অনুদান

স্টাফ রিপোর্টার ॥ বজলুর রহমান ছিলেন দেশপ্রেমিক সাংবাদিক, সাংবাদিকতা জগতের আলোকবর্তিকা। তার রাজনৈতিক জ্ঞান ও বিশ্লেষণ ছিল খুবই প্রখর। তিনি ছিলেন দৃঢ়চিত্তের মানুষ। যখন যেখানে যে কথা যতটুকু বলা দরকার, তাই তিনি বলতেন। সত্য ভাষণে তিনি ছিলেন আপোসহীন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন তিনি ছিলেন সোচ্চার। তিনি সাংবাদিকতার আদর্শের প্রতি যেমন সত্যনিষ্ঠ ছিলেন তেমনি জীবনের সত্য, সুন্দর ও মার্জিত বৈশিষ্ট্যগুলোও তার কর্মপ্রবাহের সঙ্গে সম্পৃক্ত করতে পারঙ্গমতা দেখিয়েছেন। শনিবার ঢাকা শিশু হাসপাতালের জন্য ‘বজলুর রহমান ফাউন্ডেশ’ এর আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে অনুদানের ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ। ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক বজলুর রহমানের সহধর্মিণী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারপার্সন জাতীয় অধ্যাপক ডাঃ শাহলা খাতুন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান, দৈনিক সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক ও ঢাকা শিশু হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের সদস্য কাশেম হুমায়ূন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) অধ্যাপক ডাঃ কাজী জাহাঙ্গীর হোসেন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু প্রমুখ। উক্ত অনুদান দরিদ্র শিশু রোগীদের উন্নত চিকিৎসায় ব্যয় করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ আবু তৈয়ব।
×