ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওষুধের কাঁচামাল রফতানির ভর্তুকি পেতে ইপিবি সনদ লাগবে

প্রকাশিত: ০৬:১২, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ওষুধের কাঁচামাল রফতানির ভর্তুকি পেতে ইপিবি সনদ লাগবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওষুধের কাঁচামাল বা এ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্টস (এপিআই) রফতানির বিপরীতে সরকার ঘোষিত ভর্তুকি পেতে হলে এপিআই সনদের বদলে এখন থেকে ইপিবি’র সনদ লাগবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে নিজস্ব কারখানায় উৎপাদিত ওষুধের কাঁচামাল বা এ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্টস (এপিআই) রফতানির বিপরীতে সরকার ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। ২০১৭-১৮ অর্থবছর থেকে জাহাজিকৃত পণ্যের (এফওবি) ক্ষেত্রে এ ভর্তুকি দেয়া হচ্ছে। তবে এ ভর্তুকি পেতে এতদিন বাংলাদেশ এপিআই এ্যান্ড ইন্টারমিডিয়ারিজ ম্যানুফেকচারার্স এ্যাসোসিয়েশনের সনদপত্র দরকার ছিল। তবে এখন থেকে এই এ্যাসোসিয়েশনের সনদের বদলে রফতানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) প্রত্যয়নপত্র সুবিধা প্রত্যাশী প্রতিষ্ঠানগুলোকে দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রসঙ্গত, বর্তমানে দেশে এপিআই উৎপাদন করছে এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, বাংলাদেশ এ্যান্টিবায়োটিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গণস্বাস্থ্য এ্যান্টিবায়োটিকস লিমিটেড, গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেড, নিপ কেমিক্যাল এ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অপসোনিন বাল্ক ড্রাগস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নভো হেলথ কেয়ার এ্যান্ড ফার্মা লিমিটেড, নভো হেলথ কেয়ার এ্যান্ড ফার্মা লিমিটেড ইউনিট-২, ফার্মাটেক কেমিক্যালস লিমিটেড, এসিআই লিমিটেড, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড, এসকায়েফ বাংলাদেশ লিমিটেড ও গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।
×