ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ধানী লাইফের এজিএম আজ

প্রকাশিত: ০৬:০৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮

সন্ধানী লাইফের এজিএম আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সন্ধানী লাইফ ইন্সু্যূরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রবিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে সন্ধানী লাইফ। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২০ টাকা ২ পয়সা। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় এমএইচ শমরিতা হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ অডিটরিয়ামে এজিএম আয়োজন করেছে কোম্পানিটি। জানা গেছে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ২০১৮) কোম্পানিটির তহবিল ৭ কোটি ৭৪ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৮৪৪ কোটি ২ লাখ টাকায়, যা আগের বছর একই সময়ে বেড়েছিল ২ কোটি ৫৩ লাখ টাকা। সর্বশেষ এনটিটি রেটিং অনুসারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ঋণমান ‘ডাবল এ থ্রি’।
×