ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৬:০৭, ৩০ সেপ্টেম্বর ২০১৮

অ ন ্য র ক ম

টেরেসা ও বরিস পাঞ্চব্যাগ ব্রেক্সিট নিয়ে ত্যক্ত-বিরক্ত লন্ডনবাসী বিশেষ একটি শরীরচর্চা প্রতিষ্ঠান জিমবক্সে গিয়ে দৈনিক তাদের ক্রোধ প্রকাশ করতে পারে। সেখানে বরিস জনসন ও জ্যাঁ ক্লদ জাঙ্কারের মতো প্রধান ব্যক্তিদের ছবি সংবলিত কিছু পাম্পিং রয়েছে। যাতে আঘাত করে লোকজন তাদের ক্ষোভ প্রকাশ করে। ৩০ মিনিটের জন্য নাগরিকরা একটি নির্দিষ্ট স্থানে গিয়ে টেরেসা মে স্যাক রেস, জ্যাকব রিস-লগ লিফট ও পলিটিকো হেটস্লামার লেখাতেও আঘাত করে ক্ষোভ প্রকাশ করে। জিমে যাওয়া লোকজন প্রধানমন্ত্রী টেরেসা মে ও লেবার নেতা জেরেমি করবিনের ছবিতে বল ছুড়ে মারে। জিমে ক্যামেরন কুইটারস কর্নারও রয়েছে। - ইয়াহু নিউজ কফিনে থাকার চ্যালেঞ্জ কফিনে থাকতে হবে ৩০ ঘণ্টা! এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসের সিক্স ফ্ল্যাগ থিম পার্ক। অক্টোবরের ১৩ তারিখ থেকে শুরু হবে এ প্রতিযোগিতা। এদিন দুপুর একটা থেকে পরের দিন সন্ধ্যা সাতটা পর্যন্ত শুয়ে থাকতে হবে এ কফিনে। পার্কটির ফ্রাইট ফেস্ট উপলক্ষে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বিজয়ীদের জন্য অবশ্য থাকবে চমকপ্রদ পুরস্কারও। -ইন্ডিপেন্ডেন্ট
×