ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্নৌতে টেক এক্সিকিউটিভ নিহত

প্রকাশিত: ০৬:০৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

লক্ষ্নৌতে টেক এক্সিকিউটিভ নিহত

ভারতের লক্ষ্নৌতে একটি বহুজাতিক কোম্পানির টেক এক্সিকিউটিভ মধ্য রাতের পর গাড়ি চালিয়ে ফিরছিলেন। রাস্তায় পুলিশ তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ বিবেক তিওয়ারি (৩৮) হাসপাতালে মারা যান। খবর এনডিটিভির। স্থানীয় সময় শনিবার প্রথম সকালে লক্ষ্নৌর অভিজাত এলাকা গমতি নগরের বর্ধিত অংশে এ ঘটনা ঘটে। টহল পুলিশের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের একজন কন্সটেবল প্রশান্ত কুমার, যিনি বিবেকের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছেন। তিনি বলেন, ‘সড়কে একটি গাড়ি আলো নিভিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের সন্দেহ হয়। আমরা গাড়ির কাছে পৌঁছে সেটির সামনে মোটরসাইকেল রেখে দরজা খুলতে বলি। সঙ্গে সঙ্গে গাড়ি চালু করে সেটি আমাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি দৌড়ে গাড়ি থামাতে বললে সেটি পেছন দিকে এসে আবার আমাদের ধাক্কা দেয়। আমি চালককে বেরিয়ে আসতে বলি। কিন্তু সে তা না করে তৃতীয়বার প্রচ- জোরে আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। সিরিয়ায় রুশ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সিরিয়াকে ইতোমধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করা শুরু হয়েছে। সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর ইরনার। লাভরভ বলেন, ‘যেমনটি রুশ প্রেসিডেন্ট বলেছেন, আমিও তাই বলছি যে, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের সেনাদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করবে।’ শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে বক্তৃতা দেয়ার পর এক সংবাদ সম্মেলনে লাভরভ এসব কথা বলেন। গত ১৭ সেপ্টেম্বর ইসরাইলের কয়েকটি এফ-১৬ বিমান থেকে সিরিয়ার সামরিক অবস্থানে হামলার সময় সিরিয়ার সেনারা ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং ওই ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচতে ইসরাইলী যুদ্ধবিমান রুশ বিমানটিকে ঢাল হিসেবে ব্যবহার করে।
×