ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরমাণু সমঝোতা রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাব ॥ লাভরভ

প্রকাশিত: ০৬:০৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮

পরমাণু সমঝোতা রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাব ॥ লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে ঘোষণা করেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে তার দেশ। তিনি আরো বলেন, রাশিয়া সেই সমঝোতাটি রক্ষা করাকে নিজের দায়িত্ব বলে মনে করে যেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়েছে। খবর সিএনএনের। লাভরভ বলেন, ইরান পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বলে এই আন্তর্জাতিক সমঝোতা রক্ষা করার লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করবে মস্কো। এর আগে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি গত মঙ্গলবার মার্কিন নিউজ চ্যানেলে দেয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অবশিষ্ট দেশগুলোকে নিয়ে এটি বাস্তবায়ন করে যাবে ইইউ। যুক্তরাষ্ট্রের পক্ষে এ সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করে মোগেরিনি বলেন, মার্কিন সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি স্বাধীন-সার্বভৌম দেশগুলোর ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। কুর্দীদের স্বাধিকারের স্বপ্নভঙ্গ ইরাকে নির্বাচন এক বছর আগে বাগদাদের কাছ থেকে স্বাধিকারের জন্য অনুষ্ঠিত ভোটের সময় ইরাকের কুর্দিস্তানের রাস্তাঘাট সবুজ, লাল আর সাদা পতাকায় ভরে ওঠেছিল। অথচ রবিবারের পার্লামেন্টারি ভোটকে সামনে রেখে আঞ্চলিক রাজধানী অরবিলের সড়কে আজকের পোস্টারের যে ছড়াছড়ি তা অনেক কুর্দী ভোটারের কাছে বিরক্তিকর। তারা তাদের নেতাদের ওপর ক্ষুব্ধ এবং ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচন তাদের অর্থনৈতিক সঙ্কট গভীরতর করেছে। খবর এএফপির। ৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মী আব্দুল্লাহ মোহাম্মদ বলেন, ‘তারা প্রচারে পোস্টার ছাপাতে অত্যুৎসাহে অর্থ ব্যয় করছে।’ কিন্তু মানুষ যখন প্রয়োজনে সাহায্য চায় তখন বলা হয়, তাদের সঙ্কট চলছে, হাতে কোন টাকা নেই।’
×