ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রয়টার্স সাংবাদিকদের ক্ষমা করার আহ্বান আমাল ক্লুনির

প্রকাশিত: ০৬:০৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮

রয়টার্স সাংবাদিকদের ক্ষমা করার আহ্বান আমাল ক্লুনির

বিশিষ্ট মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি মিয়ানমারের নেত্রী আউং সান সুচিকে কারারুদ্ধ দুই রয়টার্স সাংবাদিককে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের বাকস্বাধীনতা বিষয়ক অনুষ্ঠানে শুক্রবার তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। এতে বিভিন্ন দেশে সাংবাদিকদের দমন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়। -খবর গার্ডিয়ানের ক্লুনি বলেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সুচি তাদেরকে মুক্তি দেয়ার ক্ষমতা রাখেন। তিনি কিয়াও সোয়ে ওও (২৮) ও ওয়া লোনকে (৩২) মুক্তি দেয়ার অনুরোধ করেন। ক্লুনি সাংবাদিকদের জানান, রোহিঙ্গা পুরুষ ও বালকদের দশজনের একটি দলকে নির্বিচারে হত্যার ঘটনা প্রকাশ করায় রয়টার্সের সাংবাদিকদের মিয়ানমার সরকার আটক করেছে। তিনি উল্লেখ করেন, সুচি একসময় মুক্ত মিয়ানমারের জন্য তরুণদেরকে আশার আলো হিসেবে মনে করতেন। যারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি জানেন যে গণহত্যা কোন একটি দেশের গোপন বিষয় হতে পারে না। আর সেটি উদঘাটন করার মাধ্যমে একজন সাংবাদিক কোনভাবেই গুপ্তচরে পরিণত হন না। একজন রাজনৈতিক বন্দী অনেক দিক থেকেই অনন্য। সেজন্য আমরা আশাবাদী যে, যেহেতু তিনি নিজেই সেই নীতিগুলোর অধীনে ছিলেন তাই সেগুলোর বিষয়ে কোন পদক্ষেপ নেবেন। -ওয়েবসাইট
×