ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে সুচির সমালোচনায় মাহাথির

প্রকাশিত: ০৬:০৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮

জাতিসংঘে সুচির সমালোচনায় মাহাথির

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সরকারী বাহিনীর চালানো হত্যাযজ্ঞের কঠোর সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, নোবেলবিজয়ী মিয়ানমারের উপদেষ্টা আউং সান সুচিসহ মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর সংঘটিত নিধনযজ্ঞ অস্বীকার করছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া তার বক্তব্যে রোহিঙ্গা প্রশ্নে একথা বলেন মাহাথির। খবর চ্যানেল নিউজ এশিয়া ও বারনামার। মিয়ানমারের পক্ষ থেকে বারবার বিষয়টিকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবেও দাবি করার প্রেক্ষাপটে আধুনিক মালয়েশিয়ার জনক বলেন, স্বাধীন রাষ্ট্র হলেই নিজ দেশের জনগণের ওপর হত্যাযজ্ঞ চালানো যায় না। গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্বপরিকল্পিত সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। তারা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। ১৫ বছর পর শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন মাহাথির মোহাম্মদ। ভাষণে ১৫ বছর আগের তুলনায় বর্তমানে বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হিসেবে উল্লেখ করে বিশ্ব সংস্থাটিতে সংস্কারের আহ্বান জানান তিনি। কথা বলেন রোহিঙ্গা ইস্যু, ফিলিস্তিন পরিস্থিতি, বিশ্বায়ন, বাণিজ্যযুদ্ধ, মালয়েশিয়ার অগ্রগতিসহ নানা বিষয়ে। জাতিসংঘের মহৎ লক্ষ্যগুলো অর্জনে মালয়েশিয়ার পূর্ণ সমর্থন ও সহায়তারও অঙ্গীকার করেন তিনি। নিজের বক্তব্যে ২০১৮ সালের আগস্টে মৃত্যুবরণ করা জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের প্রতি শ্রদ্ধা জানান মাহাথির। তিনি বলেন, কফি আনানের মেয়াদকালে বিশ্ব সংস্থাটির সঙ্গে মালয়েশিয়ার জোরালো সম্পর্ক ছিল।
×