ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে জলপ্রপাতে ডুবে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮

মৌলভীবাজারে জলপ্রপাতে ডুবে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৯ সেপ্টেম্বর ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের হামহাম জলপ্রপাতে ডুবে রাজশাহী প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের ১ম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কমলগঞ্জ থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজশাহী প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের ৭ সদস্যের একটি দল দুর্গম পাহাড়ী এলাকার হামহাম জলপ্রপাতে বেড়াতে যায়। তারা সেখানে কম পানি থাকা অবস্থায় জলপ্রপাতের পানিতে নেমে গোসল করছিল। সকাল ১০টার দিকে আকস্মিকভাবে জলপ্রপাতে পানি ও স্রোত বেড়ে গেলে ¯্রােতের তোড়ে রেজাউল করিম ইয়াকুব (২২) নামের এক শিক্ষার্থী মারা যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করতে গেলে ৪ জন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক (আবাসিক মেডিক্যাল অফিসার) ডাঃ সাজেদুল কবীর তাকে মৃত ঘোষণা করেন। আহত শিক্ষার্থীদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।
×