ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিমুলিয়ায় ফেরি চলাচল বিঘ্নিত

প্রকাশিত: ০৫:৪০, ৩০ সেপ্টেম্বর ২০১৮

শিমুলিয়ায় ফেরি চলাচল বিঘ্নিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশ দ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নাব্য সঙ্কটে দীর্ঘদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কখনও ফেরি চলছে অপেক্ষাকৃত অর্ধেক লোড নিয়ে আবার কখনও বন্ধ থাকছে সার্ভিস। এতে একদিকে যেমন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে জনগণ অন্যদিকে দেশের অর্থনীতিতে পড়ছে বিরূপ প্রভাব। প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া ক’দিন ধরে পণ্যবাহী ট্রাকগুলো আটকে থাকায় এ অঞ্চলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আর চালক ও হেলপারদের জীবন কাটছে অমানবিকভাবে। শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে প্রায় ৫শ’ যান। এর মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি। এছাড়া ফেরি সার্ভিসে বিঘœ ঘটায়। এ রুটে গাড়ি আসছে কম। এর আগে ঘাটে আসা গাড়িগুলোকে বিকল্প পথে যাওয়ার জন্য ঘুরিয়ে দেয়া হয়। শনিবার সকাল থেকে মাত্র ৩টি ফেরি দিয়ে সার্ভিসটি সচল রাখা হয়েছে। এতে উভয়পাড়ে আটকা পড়ে অন্তত ৫শ’ যান। নাব্য সঙ্কটের কারণে রো রোসহ ১৫টি ফেরি চলাচল করতে পারছে না। ফেরিগুলো অলস বসে আছে। আর যে তিনটি ফেরি চলাচল করছে সেগুলো পুরোপুরি লোড নিতে পারছে না। পারাপারেও সময় লাগছে বেশি। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, কিছুদিন ধরেই নাব্য সঙ্কটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকেই সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘাট এলাকায় পারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি অপেক্ষায় আছে। ফেরি চলাচলের জন্য চায়না চ্যানেলে পর্যাপ্ত গভীরতা নেই যার কারণে ফেরি চলতে পারছে না।
×