ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিদের উড়িয়ে দেয়ার আশা মৌসুমীদের

প্রকাশিত: ০৫:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮

পাকিদের উড়িয়ে দেয়ার আশা মৌসুমীদের

জাহিদুল আলম জয় ॥ সাফল্যের সোনারোদে ভেসে চলেছে বাংলাদেশের মহিলা ফুটবল। ধারাবাহিক দুর্দান্ত সাফল্য পাচ্ছে বাংলার মেয়েরা। সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখার মিশন এবার বাংলাদেশের তরুণীদের। প্রথমবারের মতো হতে যাওয়া সাফ অনুর্ধ-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বর্তমানে ভুটানে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে আজ মিশন শুরু করছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে মিশরাত জাহান মৌসুমীর দল। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে কোচ গোলাম রব্বানী ছোটনের দলের। তবে শুধু জয় নয়, পাকিদের উড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। কোচ ও অধিনায়ক দু’জনই বড় জয়ের প্রত্যয়ের কথা শুনিয়েছেন। শুক্রবার গ্রুপের প্রথম ম্যাচে পাকিদের ১২-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে নেপাল। এ কারণে ম্যাচটি জিতলেই বাংলাদেশের শেষ চার নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদায়ঘণ্টা বেজে যাবে পাকিস্তানী মেয়েদের। নেপালের কাছে পাকিস্তান এক ডজন গোল হজমের পর বাংলার মেয়েদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। কেননা নেপালীদের চেয়েও বাংলাদেশ দল শক্তিশালী ও সংঘবদ্ধ। পাকি মেয়েদের এই মাঠেই দেড় মাস আগে অনুর্ধ-১৫ আসরে গোলবন্যায় ভাসিয়েছিল বাংলার কিশোরীরা। ৯ আগস্ট অনুষ্ঠিত ওই ম্যাচে লাল-সবুজের দেশ জিতেছিল ১৪-০ গোলে। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তির মিশন মৌসুমী-মারিয়া-তহুরাদের। দলের অধিনায়ক ও কোচ বড় ব্যবধানে জিততে মুখিয়ে আছেন। অধিনায়ক মৌসুমী বলেন, আমরা জয় দিয়ে আসর শুরু করতে চাই। সবাই মাঠে নামতে মুখিয়ে আছে। আশা করছি পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারব। কোচ গোলাম রাব্বানী ছোটন মেয়েদের নির্ভার থেকে খেলার পরামর্শ দিয়ে বলেছেন, আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলব। এতে যে সুযোগ আসবে তা থেকে গোল হলেই হলো। এ জন্য অবশ্য মেয়েদের চাপ নেয়ার কিছু নেই। সুযোগ পেলে গোল আসবেই। বাংলাদেশ কোচ আরও বলেন, এই ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। এরপর ফাইনাল নিয়ে ভাবব। মিশন শুরুর আগে থিম্পুতে ঘাম ঝরানো অনুশীলন করেছে বাংলার মেয়েরা। কোচ জানিয়েছেন, সবাই শতভাগ সুস্থ আছেন এবং মাঠে নামতে মুখিয়ে আছেন। গত আগস্টে এই মাঠেই সাফ অনুর্ধ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলার কিশোরীরা। পুরো আসরে ভাল খেলেও ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল। এবার অনুর্ধ-১৮ দল সেই ক্ষত শুকানোর মিশন শুরু করছে।
×