ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা তৃতীয় বিশ্বের নন্দিত নেতা : বাবলা

প্রকাশিত: ০০:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮

শেখ হাসিনা তৃতীয় বিশ্বের নন্দিত নেতা :  বাবলা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা -৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু ১৭ কোটি বাঙালী নেতা নন, তিনি তার নিজের কর্মগুণে, দক্ষতা, সততা আর বিচক্ষনতার কারণে আজ তৃতীয় বিশ্বের নন্দিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। শুক্রবার শ্যামপুরের তামিরুল মিল্লাত মাদ্রাসায় শ্যামপুর থানা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়ন রাষ্ট্রে পরিণত করেছেন প্রধানমন্ত্রী। পল্লীবন্ধু এরশাদ, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সহ জাতীয় পার্টির পরিবার প্রধানমন্ত্রীর সকল শুভ কাজের সহযোগী হিসেবে বিগত দশ বছর ধরে সহযোগীতা করে যাচ্ছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্ঝল হোসেন ও সাধারণ সম্পাদক ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর হোসেন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ,ব্যারিস্টার সামিউর রহমান অভি, মহিলা কাউন্সিলর নাজমা খোকন প্রমুখ। এর আগে শ্যামপুর থানার ৫৪ নং ওয়ার্ডে লাঙ্গলের পক্ষে গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভা করেছেন বাবলা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনের ধারাবাহিক গণসংযোগ ও প্রচার মিছিলের অংশ হিসেবে এই গণসংযোগ করেন তিনি। এই সময় বাবলার সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শ্যামপুর থানা জাপার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী লিটন, ৫৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসাদ মিয়া, মাহমুদ কিনা, মানিক হোসেন সহ বিপুল সংখ্যক জাতীয় পার্টির নেতাকর্মী অংশ নেন। গণসংযোগ চলাকালে একাধিক পথসভায় বাবলা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ঢাকা-৪ আসনে আবারো লাঙ্গলে ভোট দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।
×