ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫ কোটি ফেসবুক এ্যাকাউন্টের নিয়ন্ত্রণ বেহাত হওয়ার শঙ্কা

প্রকাশিত: ০৮:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০১৮

৫ কোটি ফেসবুক এ্যাকাউন্টের নিয়ন্ত্রণ বেহাত হওয়ার শঙ্কা

বিডিনিউজ ॥ ফেসবুকে বড় ধরনের একটি নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে, যার মাধ্যমে পাঁচ কোটির মতো এ্যাকাউন্টের নিয়ন্ত্রণ বেহাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ত্রুটির বিষয়টি ধরা পড়ার পর সম্ভাব্য ক্ষতির ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের শুক্রবার নতুন করে লগ ইন করতে বলেছে ফেসবুক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের ‘ভিউ এ্যাজ’ ফিচারে কিছু ত্রুটি ধরা পড়েছে, যা ব্যবহার করে এ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। গত মঙ্গলবার ওই ত্রুটি ধরা পড়ার পর বিষয়টি পুলিশকেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের নিরাপত্তা প্রধান গাই রোসেন এক বিবৃতিতে বলেছেন, ওই ত্রুটি তারা শুধরে নিয়েছেন। ‘তবে আমাদের তদন্ত কেবল শুরু হয়েছে। কাজেই ঝুঁকির মধ্যে পড়া এ্যাকাউন্টগুলোর তথ্য আদৌ বেহাত হয়েছে কি না- তা আমরা জানতে পারিনি। এর পেছনে কারা থাকতে পারে, কোথা থেকে তারা হামলা চালিয়ে থাকতে পারে- এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি।’ গাই রোসেন বলেন, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং তার নিরাপত্তা দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা ঘটেছে সেজন্য আমরা খুবই দুঃখিত।
×