ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাছি ও মৌমাছি

প্রকাশিত: ০৬:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮

মাছি ও মৌমাছি

হঠাৎ করে মৌমাছিকে বলল ডেকে মাছি নামে নামে মিল দেখেছ? এই যে দুজন আছি! তুমিও যা আমিও তা চলো দুজন মিলে বন্ধু হয়ে ঘুরে বেড়াই পথে, মাঠে, বিলে। মাছির কথায় মৌমাছিটার মূর্ছা যাওয়ার দশা বিষম খেয়ে থেমে গেল ডানায় ডানা ঘষা। মৌমাছিটা বলল, মাছি! স্বপ্ন দেখ দিনে? আমি থাকি ফুলে ফুলে আর তুমি ডাস্টবিনে। নোংরা তুমি, তোমার পায়ে রোগজীবাণু ভরা আমার পায়ে ফুলের রেণু হৃদয় আকুল করা। ফুলে ফুলে উড়ে বেড়াই ফুলরা আমায় ডাকে রোগের ভয়ে সবাই তোমায় ঘরের বাহির রাখে। কোথায় আমি! কোথায় তুমি! মৌমাছি আর মাছি! নোংরা মাছি, প্লিজ এসো না আমার কাছাকাছি। নোংরা ঘাঁটা বন্ধ করে আসবে যেদিন কাছে জানবে সেদিন মৌমাছিরা বন্ধু হতেই আছে।
×