ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায় প্রস্তুতি-১, বহুনির্বাচনী-৩০

প্রকাশিত: ০৬:৫১, ২৯ সেপ্টেম্বর ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায় প্রস্তুতি-১, বহুনির্বাচনী-৩০

১। স্থানীয় সমাজের উপাদান কোনটি? (ক) বিজ্ঞান ক্লাব (খ) জাতীয় সংসদ (গ) ইউনিয়ন পরিষদ (ঘ) সিটি কর্পোরেশন। ২। সমাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে- (ক) শৈশব থেকে কৈশোর পর্যন্ত (খ) কৈশোর থেকে যৌবন পর্যন্ত (গ) শৈশব থেকে যৌবন পর্যন্ত (ঘ) শৈশব থেকে মৃত্যু পর্যন্ত । নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ মহসিন বাবা মায়ের প্রচেষ্টায় নিয়মিত পড়াশুনা করে। সে এখন আবৃত্তি দলের সদস্য হয়ে কাজ করছে। মা লক্ষ করলেন যে সে এখন পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সাথে আগের চেয়ে ভালো ব্যবহার করছে। ৩। মহসিনের পরিবর্তনে কোন প্রক্রিয়াটি কাজ করেছে ? (ক) সামাজিকীকরণ (খ) রাজনৈতিক (গ) অর্থনৈতিক (ঘ) পারিবারিক । ৪। উক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি- (i) সমাজের নিয়ম পালনে অভ্যস্ত হয়ে পড়ে (ii) সঠিক আচরণ করতে শিখে (iii) সুনাগরিক হয়ে গড়ে উঠে। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i ও ii। ৫। উন্নয়নশীল দেশে জনশিক্ষার প্রধান মাধ্যম কোনটি ? (ক) রেডিও (খ) সংবাদপত্র (গ) চলচ্চিত্র (ঘ) টেলিভিশন । ৬। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন হলো- (ক) পরিবার (খ) সামজ (গ) বিদ্যালয় (ঘ) রাষ্ট্র। ৭। কোনটি অভিভাবনের মনস্তাত্বিক নীতির উপর প্রতিষ্ঠিত? (ক) মেধা (খ) নেতৃত্ব (গ) বিজ্ঞানের ব্যাপক উদ্যোগ (ঘ) সহনশীলতা। ৮। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী প্রয়োজন? (ক) সৌন্দর্যবোধ (খ) সম্পদ (গ) সুস্থ পরিবেশ (ঘ) সামাজিকীকরণ। ৯। মিলন ইন্টারনেটে একটি বিজ্ঞাপন দেখে অনলাইনে একটি মোবাইল ক্রয় করে। এটি তথ্যপ্রযুক্তির কোন দিক ? (ক) ই-মেইল (খ) ই-কমার্স (গ) জোপির (ঘ) স্কাইপি । ১০। সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি- (i) সমাজের নিয়ম-রীতি পালনে উপযোগী হয়ে গড়ে ওঠে (ii) প্রত্যাশিত আচরণের উপযোগী হয়ে গড়ে ওঠে (iii) সুনাগরিক হয়ে গড়ে ওঠে। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii। ১১। সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি কীভাবে নিজের উন্নয়ন ঘটায়? (ক) সমাজের নিয়ম-নীতির দ্বারা (খ) ধর্মচর্চার দ্বারা (গ) সংস্কৃতির চর্চার দ্বারা (ঘ) রাজনীতি দ্বারা । ১২। ইন্টারনেট ব্যবহারকারীরা- সাম্প্রতিক ঘটনা জানবে জ্ঞান অন্বেষণ করতে পারবে (iii) সময়ের সাশ্রয় হবে। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৩। বেতার মানুষের মনে প্রসার ঘটায়- (i) পারস্পারিক সহযোগিতা (ii) সংস্কৃতিবোধ (iii) গণসচেতনতা। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৪। কোনটি মানুষের জীবনব্যাপী চলমান প্রক্রিয়া - (ক) শিক্ষা (খ) সংস্কৃতি (গ) আবেগ (ঘ) অনুমান। ১৫। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রক্রিয়া চলতে থাকে তার নাম - (ক) সামাজিকীকরণ (খ) অনুকরণ (গ) অভিভাবন (ঘ) অঙ্গীভূতকরণ। উত্তরঃ ১(ক), ২(ঘ), ৩(ক), ৪(ঘ), ৫(খ), ৬(ক), ৭(গ), ৮(ঘ), ৯(খ), ১০(ক), ১১(ক), ১২(ঘ), ১৩(ঘ), ১৪(খ), ১৫(ক)।
×