ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওল্ডট্র্যাফোর্ডে ফিরছেন রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  ওল্ডট্র্যাফোর্ডে ফিরছেন রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২৯ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই কার্ডের খড়গে মাত্র এক ম্যাচই নিষিদ্ধ থাকবেন তিনি। সাধারণত বড় ধরনের নিয়মভঙ্গের কারণে দুই বা তিন ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসে উয়েফার পক্ষ থেকে। তেমনটা আর হয়নি, এক ম্যাচের জন্যই নিষিদ্ধ থাকছেন রোনাল্ডো। ইয়াং বয়েজের সঙ্গে চ্যাম্পিয়ন্স লীগের পরের ম্যাচটায় তাই আর খেলা হচ্ছে না তার। নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওল্ডট্রাফোর্ডের ম্যাচ দিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লীগে ফিরবেন সি আর সেভেন। স্পেনের অন্যতম সেরা ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে রোনাল্ডোকে রেফারির দেখানো লালকার্ড সমালোচিত হয়েছে, ভিএআর না থাকায় রিভিউয়ের সাহায্যটাও পাননি রোনাল্ডো। তবে এ ধরনের লালকার্ড ভবিষ্যতে যাতে খেলার ছন্দ নষ্ট না করতে পারে সেজন্য ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও ভিএআর যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রোনাল্ডো অবশ্য খানিকটা আফসোস করতে পারেন, চলতি মৌসুমেই ভিএআর থাকলে তো লালকার্ড হয়তো পেতেই হতো না তাকে। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ রোনাল্ডোরই সাবেক অবিভাবক জোশে মরিনহো। যার সঙ্গে ফুটবলারদের দ্বন্দ্বের ইতিহাসটা নতুন নয়। যে ক্লাবেই গেছেন জোশে মরিনহো, ফুটবলার ও কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা হয়েছেই। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েও এর ব্যতিক্রম হচ্ছে না। ফুটবলারদের সঙ্গে ক্রমেই তার সম্পর্কের অবনতি ঘটছে। গুঞ্জন উঠেছে, তার সঙ্গে দ্বন্দ্বের কারণে পল পগবাসহ অনেক ইউনাইটেড ফুটবলারই ক্লাব ছাড়ার কথা ভাবছেন। মৌসুমের শুরু থেকেই মরিনহোর সঙ্গে ফুটবলারদের সঙ্গে সম্পর্কের অবনতির ব্যাপারে কানাঘুষা চলছে। বিশেষ করে পগবার সঙ্গে দ্বন্দ্বটা তো এখন স্পষ্ট হচ্ছে প্রতিনিয়তই। গত সপ্তাহেই মরিনহো জানিয়েছেন, আর কখনই পগবাকে অধিনায়ক করবেন না তিনি। দু’জনের মাঝে দ্বন্দ্ব নেই, এই কথা মরিনহো বললেও সেটা মানতে নারাজ অনেকেই। পগবা এজেন্ট মিনো রায়োলা তো বিভিন্ন সময় বলেছেন, আগামী বছরের শুরুতেই ক্লাব ছাড়তে পারেন তিনি।
×