ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দ্রুততম কিশোর শাওন, কিশোরী রূপা

প্রকাশিত: ০৬:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 দ্রুততম কিশোর শাওন, কিশোরী রূপা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত ৩৪তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার। আসরের ১০০ মিটার (কিশোর) ইভেন্টে দ্রুততম মানব হয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার শাওন আহমেদ। তিনি সময় নেন ১১.৪২ সেকেন্ড। আর ১০০ মিটার (কিশোরী) ইভেন্টে দ্রুততম মানবী হয়েছেন রূপা খাতুন। নতুন জাতীয় রেকর্ড ১২.২০ সেকেন্ড সময় নিয়ে সবার সেরা হন তিনি। পূর্বের রেকর্ড ২০১৩ সালে বিকেএসপির আইরিন আক্তারের সময় ছিল ১২.৩২ সেকেন্ড । এবার একই ইভেন্টে ১২.৩০ (হ্যান্ড) সোনিয়া আক্তার পূর্বের রেকর্ড অতিক্রম করেছেন। হাইজাম্পে (কিশোরী) জান্নাতুল, বিকেএসপির ১.৬১ মিটার উচ্চতা অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। পূর্বের রেকর্ড ২০১১ সালে বিকেএসপির প্লাবনী হক ১.৫৫ মিটার। জ্যাভলিন থ্রো (কিশোর) তন্ময় বৈদ্য, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ৫৫.৯২ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। পূর্বের রেকর্ড ২০০৭ সালে বিকেএসপির হাবিবুর রহমান ৫৩.৬১ মিটার ।
×