ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্ট থেকে বাদ আমির

প্রকাশিত: ০৬:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  টেস্ট থেকে বাদ আমির

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর একটি টেস্টেই খেলতে পারেননি মোহাম্মদ আমির। সেই থেকে ছিলেন দলের অতিগুরুত্বপূর্ণ সদস্য হয়ে। কিন্তু এবার এশিয়া কাপে বাজে পারফর্মেন্সের মূল্য দিতে হলো তাকে। এশিয়া কাপে পাকিস্তানের হয়ে বাজে পারফর্মেন্সের কারণে আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট দল থেকে বাদ পড়েছেন বহুল আলোচিত এই বাঁহাতি পেসার। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তনের হয়ে সর্বশেষ ৬ ওয়ানডেতে উইকেট পাননি আমির। এশিয়া কাপে সুপারফোরে বাংলাদেশের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তো একাদশ থেকেই ছিটকে যান। তবে ছন্দে ছিলেন সাদা পোশাকের টেস্টে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে এ বছর খেলা তিন টেস্টে ১৮.৪ গড়ে ১২ উইকেট নিয়েছেন আমির। তারপরও এই সংস্করণে জায়গা ধরে রাখতে পারলেন না তিনি। পেস আক্রমণে হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও ফাহিম আশরাফদের সঙ্গে রয়েছেন স্পিনার ইয়াসির শাহ, শাদাব খান ও বিলাল আসিফ। ৩৩ বছর বয়সী এই স্পিনার দেশের হয়ে খেলেছেন তিনটি ওয়ানডে। দলে জায়গা হয়নি ৩৭ বছর বয়সী মোহাম্মদ হাফিজেরও। ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার মির হামজা। ৫৬ প্রথম শ্রেণীর ম্যাচে তার বোলিং গড় ১৭, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৬ বার। এশিয়া কাপ শেষ হলেও দেশে ফিরছে না পাকিস্তান। আগামী ৭ অক্টোবর দুবাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। আবুধাবিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ অক্টোবর। দ্বিতীয় হোম ভেন্যু হয়ে ওঠা আমিরাত এমনিতে পাকিস্তানের জন্য পয়মন্ত। এখানে দলটির সাফল্য ঈর্ষণীয়। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর এশিয়া কাপের হটফেবরিট ছিল তারাই। কিন্তু ভারতের কাছে দুটি ম্যাচে লজ্জার হার, আর অঘোষিত সেমিফাইনাল হয়ে ওঠা সুপারফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারে তুমুল সমালোচনার মুখে সরফরাজ আহমেদের দল। নিজেদের ফেবারিট কন্ডিশনে অসিদের বিপক্ষে ছন্দে ফেরার সুযোগ তাদের সামনে। বিপরীতে আমিরাতের প্রচ- গরম প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে যে বাড়তি সমস্যায় ফেলবে সেটিও অনুমিত। অস্ট্রেলিয়ায় গড় তাপমাত্রা ২০-২২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন ১৫ এবং সর্বোচ্চ ৩০ ডিগ্রীর মতো। পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সেই অসিরাই পড়েছে আরব আমিরাতের ৪১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়। তাদের জন্য এ তো জ্বলন্ত উনুনই! অস্ট্রেলিয়ার ম্যাট রেন শ’ যেমন বলেন, ‘আসলে এ রকম গরমের মধ্যেই খেলতে হবে সেটা আমরা জানি। গরমের বিষয়টি নিয়ে আমরা ভাবতে চাই না। হয়তো দিনগুলো কঠিন হবে। কিছুদিন খুব গরম অনুভূত হবে। কিন্তু আমরা যদি এই আবহাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকি তাহলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হয়তো অনেকদূর যেতে পারব।’ আমিরাতে পাকিস্তান-অস্ট্রেলিয়া দুই টেস্টের পর রয়েছে তিন ম্যাচের টি২০ সিরিজ। টেস্টের পাকিস্তান দল ॥ সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আজহার আলি, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাহউদ্দিন, ইয়াসির শাহ, শাদাব খান, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, হাসান আলি, ওয়াহাব রিয়াজ, ফাহিম আশরাফ, মির হামজা, মোহাম্মদ রিজওয়ান।
×