ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ ক্রিকেট এশিয়া কাপ

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি আজ

প্রকাশিত: ০৬:৪২, ২৯ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সিনিয়র ক্রিকেটারদের এশিয়া কাপ শেষ হলো শুক্রবার। আজই শুরু হচ্ছে যুবাদের এশিয়া কাপ। আজ অনুর্ধ-১৯ ক্রিকেট এশিয়া কাপ শুরু হবে। প্রথমদিনেই বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। একইদিন আরও তিনটি ম্যাচ রয়েছে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে পাকিস্তান-হংকং, বিকেএসপি তিন নম্বর মাঠে ভারত-নেপাল ও বিকেএসপি চার নম্বর মাঠে আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত লড়াই করবে। স্বাগতিক বাংলাদেশসহ মোট ৮টি দল খেলবে এবারের আসরে। দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে ৮ দলকে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, নেপাল ও আরব আমিরাত। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, হংকং ও পাকিস্তান। টুর্নামেন্টের প্রথমদিনই রয়েছে ৪টি ম্যাচ। ঢাকা ও চট্টগ্রামের ৪টি মাঠে অংশগ্রহণকারী ৮ দলই প্রথমদিন মাঠে নামবে। ‘এ’ গ্রুপে সব ম্যাচ হবে বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে। ‘বি’ গ্রুপের ম্যাচগুলো হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আজকের পর ১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগার যুবারা। এরপর ২ অক্টোবর হংকংয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। দুই গ্রুপের শীর্ষ ৪ দলকে নিয়ে ৪ ও ৫ অক্টোবর হবে দুই সেমিফাইনাল। পরে ৭ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে যুবাদের এশিয়া কাপ। ঘরের মাঠে সাফল্যের লক্ষ্যে চট্টগ্রামে তিন সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করছে বাংলাদেশের যুব দল। প্রস্তুতির অংশ হিসেবে বিসিবির হাইপারফর্মেন্স ইউনিটের (এইচপি) সঙ্গে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছে তারা। শুক্রবার দুপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানও হয়। যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ॥ প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, প্রিতম কুমার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামীম পাটওয়ারী, আকবর আলী, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, নাঈম হাসান সাকিব, শাহাদাত হোসেন দীপু, রিশাদ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাশ অরণ্য, তানজিল হোসেন সাকিব, রুয়েল আহমেদ, শরীফুল ইসলাম, আসাদুল্লাহ হিল গালিব, শাহীন আলম ও মেহেদী হাসান।
×