ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছক্কা বৃষ্টিতে ডি আর্চি শর্টের বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৬:৪০, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 ছক্কা বৃষ্টিতে ডি আর্চি শর্টের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে ২৩টি ছক্কা হাঁকিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান ডি আর্চি শর্ট। শুক্রবার অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর জেএলটি ওয়ানডে কাপের ১২তম ম্যাচে কুইন্সল্যান্ডের বিপক্ষে ১৫টি চার ও ২৩ ছক্কায় ১৪৮ বলে ২৫৭ রান করেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলা শর্ট। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার নতুন বিশ্বরেকর্ড এটিই। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ১৭ ছক্কা হাঁকিয়েছিলেন নামিবিয়ার গ্যারি স্নাইমেন। ৮৩ বল খেলে লিস্ট ‘এ’র দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ২৮ বছরের এই ব্যাটসম্যান। ১০০কে ২০০ বানাতে তিনি খেলেছেন আর মাত্র ৪৫ বল। ৪৬তম ওভারে তিনি স্টাম্পড হন। আন্তর্জাতিক মিলিয়ে সর্বোপরি লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক ডি শর্ট। তার ওপরে আছেন কেবল এ্যালিস্টার ব্রাউন (২৬৮) ও রোহিত শর্মা (২৬৪)। এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারেই ব্যাট হাতে নামেন শর্ট। এরপর কুইন্সল্যান্ডের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন তিনি। চার-ছক্কার ফুলঝুড়ি ফুটান শর্ট। ৫৭ বলে হাফ-সেঞ্চুরির পর ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। তিন অংকে পা দিয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন শর্ট। ১২৮ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন শর্ট। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে আউট হন এই মারমুখী ব্যাটসম্যান। ইনিংসে ২৩টি ছক্কা মারেন তিনি। এই ইনিংসের মাধ্যমে ২০০৭ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে ১৯৬ রান করার পথে ১৭টি ছক্কা হাঁকানো নামিবিয়ার গ্যারি স্নাইমেন কীর্তি ভেঙ্গে নতুন রেকর্ডের জন্ম দেন শর্ট। ২০০২ সালে ওভালে গ্লামারগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন সারের ব্রাউন। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা। ২০১৪ সালে কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত। শর্টের এমন রেকর্ডের দিনে ১৮ বল বাকি থাকতে অর্থাৎ ৪৭ ওভারে ৩৮৭ রানে অলআউট হয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এর মানে দলীয় স্কোরের ৬৬ দশমিক ৪ শতাংশ রান একাই করেন শর্ট। ব্যাট হাতে তার স্ট্রাইক রেট ছিল ১৭৩ দশমিক ৬৪। জয়ের জন্য ৩৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭১ রানে গুটিয়ে যায় কুইন্সল্যান্ড। ১১৬ রানে জয় পায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। আর ২৩টি ছক্কা এই ফর্মেটের রেকর্ড। তবে আন্তর্জাতিক ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ১৬টি ছয় মেরেছেন রোহিত, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল। সর্বোচ্চ ২৩টি ছয়ের মালিক আছেন আরও একজন- কলিন মুনরো, তবে সেই কৃতিত্ব ঘরোয়া প্রথম শ্রেণীর ইনিংসে। এই বছরের শুরুতে শর্টের আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক টি২০তে তার খেলার অভিজ্ঞতা আছে ১০ ম্যাচ।
×