ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা, আটক ৫

প্রকাশিত: ০৫:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা, আটক ৫

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির চেষ্টার অভিযোগে চার পরীক্ষার্থী এবং এক অভিভাবকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জালিয়াতির মূল হোতাদের ধরার জন্য আটককৃতদের কারও নাম ও পরিচয় প্রকাশ না করেই শাহবাগ থানায় হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা হয়। এই ইউনিটের ১৭৫০টি আসনের বিপরীতে এবার আবেদনকারীর সংখ্যা ছিল ৮১ হাজার ৯৬ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছে ৪৬ জন প্রার্থী। প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টরে তল্লাশি করে পরীক্ষার্থীদের হলে ঢুকতে দেয়া হয়েছে। যে কোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ছিল বরাবরের মতোই নিষিদ্ধ। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, চারজন পরীক্ষার্থীকে আটক করেছি। তাদের কাছে ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে। এর মধ্যে একজন তার অভিভাবকের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে।
×