ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিইউপিতে সেমিনার

প্রকাশিত: ০৫:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 বিইউপিতে  সেমিনার

বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজয় অডিটোরিয়ামে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিপার্টমেন্ট অব এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের উদ্যোগে ‘ট্রান্সপারেন্সি এ্যান্ড এ্যাকাউন্টেবিলিটি ইন দ্য পাবলিক সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কম্পট্রোলার এ্যান্ড অডিট জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই ও উপ-উপাচার্য প্রফেসর ডঃ এম আবুল কাশেম মজুমদার। প্রবন্ধবক্তা ছিলেন আইসিএবির ভাইস প্রেসিডেন্ট এবং ডাটা ফোর্ট লিমিটেডের ডিরেক্টর ও সিইও মাহমুদুল হাসান খসরু, এফসিএ, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ভারপ্রাপ্ত ডিন লে. কর্নেল এএইচএম ইয়াসীন চৌধুরী, আর্টিলারি। বক্তারা বলেন, সরকার ২০১২ সালের লক্ষ্যমাত্রা পূরণের জন্য পাবলিক সেক্টরকে শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে যেমন এ্যাকসেস টু ইনফরমেশন (এ২আই), ই-গবর্নেন্স, এসডিজি ইত্যাদি। তারা মনে করেন স্বচ্ছতা ও সামাজিক জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা সম্ভব। -বিজ্ঞপ্তি
×