ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় উপজেলা চেয়ারম্যানকে গণধোলাই

প্রকাশিত: ০৫:৪১, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 নেত্রকোনায় উপজেলা  চেয়ারম্যানকে গণধোলাই

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৮ সেপ্টেম্বর ॥ এক বিধবা তরুণীকে (২০) ধর্ষণের চেষ্টার অভিযোগে বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মানিক আজাদের (৪৫) বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের হয়েছে। বারহাট্টা সদরের কলেজ রোড এলাকার ওই তরুণী নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন। এছাড়া বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে মানিক আজাদকে হালকা গণধোলাইও দিয়েছে। তার বাড়িঘরে হামলার চেষ্টা করেছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। জানা গেছে, বারহাট্টা উপজেলা সদরের একটি কারিগরি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ওই মেয়েটির গত বছর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তার স্বামী মারা যান। এর পর থেকে মেয়েটি তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। সম্প্রতি বারহাট্টা উপজেলা পরিষদের একটি প্রশিক্ষণে অংশ নিতে গেলে ওই মেয়েটির সঙ্গে চেয়ারম্যান ও বিএনপি নেতা মানিক আজাদের পরিচয় হয়। এর পর থেকে মানিক আজাদ নিম্নবিত্ত পরিবারের ওই মেয়েটিকে নানাভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে সাতটার দিকে মানিক আজাদ হঠাৎ মেয়েটির বাসায় যান। তখন তাকে ঘরে বসতে দিয়ে মেয়েটির মা পাশের দোকানে যান চা-বিস্কুট আনতে। মেয়েটির অভিযোগ, ওই সুযোগে উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ ঘরের দরজা বন্ধ করে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালান। তখন তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এছাড়া মানিক আজাদকে হাল্কা গণধোলাই দিয়ে আটক করে পুলিশে খবর দেন। একপর্যায়ে সেখান থেকে কৌশলে তিনি পালিয়ে যান।
×