ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে মালবাহী ট্রেন লাইনচ্যুত

প্রকাশিত: ০৫:৪০, ২৯ সেপ্টেম্বর ২০১৮

ময়মনসিংহে মালবাহী ট্রেন লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউট সিগন্যালের কাছে শুক্রবার সকালে মালবাহী ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ আসছিল। দুর্ঘটনার কারণে সকাল ৯টা থেকে ময়মনসিংহ ভৈরব, ময়মনসিংহ মোহনগঞ্জ ও ময়মনসিংহ ঝারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার জহুরুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢোকার আগে আউট সিগন্যালের কাছে এর ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়। খবর পেয়ে কেওয়াটখালি লোকোশেড থেকে রিলিফ ট্রেন এসে বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার দুপুর ২টার দিকে উদ্ধারকারী ট্রেন ২টি ওয়াগনটি উদ্ধার করে।
×